হোম > সারা দেশ > ঢাকা

শাহবাগ মোড়ে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

আজকের পত্রিকা ডেস্ক­

চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকার

চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। সারা দেশ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে সকাল ১০টার পর শাহবাগে অবস্থান নেয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে অবস্থান করছেন শিক্ষার্থীরা।

এর আগে কয়েকদিন ধরে ক্লাস বর্জন, ছাত্র-ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করে সরকারি-বেসরকারি ম্যাটস শিক্ষার্থীরা। দাবি না মানায় আজ শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা।

চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকার

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—অনতিবিলম্বে ১০ গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠান দেড় নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট গঠন, প্রস্তাবিত এলাইড হেলথ প্রভিশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোর্ড গঠন, আন্তর্জাতিক মানদণ্ডে ও বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার ব্যবস্থা করা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী মো. সাকিব মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছি। দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের কোনো দাবি মেনে নেওয়া হচ্ছে না। সরকারের পক্ষ থেকে দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকার

মানিকগঞ্জ থেকে আসা শিক্ষার্থী জহিরুল ইসলাম নিবিড় বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা আমাদের দাবিগুলো জানিয়ে আসছি। আমি ৮ মাস যাবৎ ইন্টার্ন করছি, কোনো ভাতা পাচ্ছি না। বাড়ি থেকে টাকা নিয়ে চলতে হয়। জীবন চলার জন্যও তো ভাতার দরকার হয়।’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি