হোম > সারা দেশ > ঢাকা

জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও কোষাধ্যক্ষের পদত্যাগ দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সোমবার শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শহীদ ও আহতদের পরিবারের। ছবি: আজকের পত্রিকা

‎জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর এবং কোষাধ্যক্ষ ওয়াকার আহমেদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা।

আজ সোমবার সকাল ১১টায় শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা।

‎মানববন্ধনে পরিবারের সদস্যরা দাবি করেন, সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাহী কর্মকর্তা জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের কেউ নন। বরং এই পদপ্রাপ্ত দুজন ফ্যাসিস্টের সহযোগী।

‎‎কয়েকদিন আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সভা শেষে ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ওয়াকার আহমেদ শহীদ ইয়ামিনের বাবা এবং আহতেদের পাগল বলে অভিহিত করেন বলে অভিযোগ করা হয়। এ সময় তাঁরা বলেন, শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। গত আট মাসে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সদস্যদের সঙ্গে কোনো সভা ছাড়াই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়।

‎শহীদ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন আজকের পত্রিকাকে বলেন, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আজকে তাঁরা বিভিন্ন ধরনের পদে আছেন, আমাদেরকে এখনই অবমূল্যায়ন করা হচ্ছে। যতই দিন যাবে ততই আরও কঠিন হবে। তাই আমরা চাই জুলাই ফাউন্ডেশনের সব পদেই আমাদের শহীদ পরিবারের লোকজনকে নিয়োগ দিতে হবে।

‎‎শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন বলেন, ‘আমরা চাই শহীদ ও আহতদের পরিবারের লোকজনকে ফাউন্ডেশনে চাই। যারা যোগ্য তাদেরই নিয়োগ দেওয়া হোক।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা