হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ১৭ জুলাই অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করায় তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

গতকাল রোববার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা স্বাক্ষরিত পৃথক দুটি চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত দুই নেতা হলেন দলের টাঙ্গাইল জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল হালিম সরকার লাল এবং সখীপুর উপজেলার হতেয়া রাজাবাড়ী ইউনিয়ন কমিটির সভাপতি হুমায়ুন খান।

দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত আবদুল হালিম সরকার লাল দীর্ঘদিন ধরে টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। অথচ তাঁর নিজ এলাকা সখীপুর উপজেলার বড়চওনা ইউপি নির্বাচনে দলীয়ভাবে অংশ না নিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তাতে কৃষক শ্রমিক জনতা লীগের স্থানীয় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। পরে সেখানে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মিজানুর রহমান কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দিয়ে দলীয় গামছা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

অন্যদিকে উপজেলার হতেয়া রাজাবাড়ী ইউনিয়নে দলটির ইউনিয়ন কমিটির সভাপতি হুমায়ুন খান দলীয় মনোনয়ন না নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অটোরিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী হয়েছেন রিয়াজ উদ্দিন ওরফে নয়ন হাজি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আজাদী রহমান আলীম আজকের পত্রিকাকে বলেন, সারা বছর দলীয় সুযোগ-সুবিধা নিয়ে নির্বাচনের সময় দলীয় সিদ্ধান্ত না মানা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই ওই দুই নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন