হোম > সারা দেশ > রাজবাড়ী

পুলিশ দেখে ফাঁকা গুলি করে পালিয়ে গেল আসামি

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজবাড়ীর পাংশায় পুলিশকে গুলি করে এজাহারনামীয় এক আসামি পালিয়ে গেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাট্টা ইউনিয়নের বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই আসামি পাট্টা ইউনিয়নের বিলপাড়া গ্রামের শফি শেখের ছেলে সজীব শেখ (২৮)। তিনি মারামারির একটি মামলার ২ নম্বর আসামি। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গতকাল সন্ধ্যায় এসআই শাহরিয়ারের নেতৃত্বে পুলিশ ফোর্স পাট্টা ইউনিয়নের বিলপাড়া এলাকায় মামলার আসামি সজীবকে ধরতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সজীব পালানোর জন্য দৌড় দেয়। এ সময় পুলিশ আসামির পিছু নেয়।

একপর্যায়ে আসামি ফাঁকা ফায়ার করে পালিয়ে যান। ফায়ার করার পরে পুলিশ সেখানেই থেমে যায়। সজীবের কাছে অস্ত্র ছিল পুলিশ তা জানত না। ওই আসামিকে ধরতে কাজ করছে পুলিশ।

এ বিষয়ে জানতে পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ারে সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

থানা সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট চাঁদা না পেয়ে ছেলেকে মারপিট করায় পাংশা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন পাট্টা গ্রামের মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস। পুলিশ ঘটনার সত্যতা পেয়ে মামলা রুজু করে। ওই মামলার আসামি সজীব শেখ।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক