হোম > সারা দেশ > ঢাকা

রথিন বিশ্বাসের সমাধিতে কোটালীপাড়ায় শ্রদ্ধা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি  

আজ সকালে কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামে রথিনের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত রথিন বিশ্বাসের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসন, থানা ও বিএনপি। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামে তাঁর সমাধিসৌধে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ এবং শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর খান।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর ঢাকায় ছাত্র-জনতার বিজয় মিছিলে অংশ নেন রথিন বিশ্বাস। ওই মিছিল সংসদ ভবনে প্রবেশ করলে তাঁর মাথায় কাচের একটি টুকরো ভেঙে পড়ায় গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় সহযোদ্ধারা তাঁকে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি।

পরদিন তাঁর মরদেহ কোটালীপাড়ার শুয়াগ্রামে নিজ বাড়িতে নিয়ে আসা হয় এবং মা-বাবার কবরের পাশে খ্রিষ্টান ধর্মীয় বিধান অনুযায়ী তাঁকে সমাহিত করা হয়।

রথিন বিশ্বাস ছিলেন শুয়াগ্রামের বাসিন্দা দানিয়েল বিশ্বাসের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ঢাকার পশ্চিম রাজাবাজারের উইলিয়াম কেরি ইন্টারন্যাশনাল স্কুলে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ বলেন, ‘শহীদ রথিন বিশ্বাসসহ জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পাশে উপজেলা প্রশাসন আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে