হোম > সারা দেশ > ঢাকা

সাভারে চলন্ত বাস থেকে ছুরিসহ ৩ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার সাভারে চলন্ত বাসে তল্লাশি চালিয়ে ছুরিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকডাউন এলাকায় মৌমিতা পরিবহনের বাস থেকে তাঁদের আটক করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির তিন জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।

আটককৃতরা হলেন ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কৈইলাইল গ্রামের মনির হোসেনের ছেলে তানভির হোসেন (১৯), একই জেলার সাভার থানার আনন্দপুর মহল্লার জিল্লুর রহমানের ছেলে মো. মামুন হাসান মুন্না (২০) ও ময়মনসিংহ জেলার পাগলা থানার বাখনখালী গ্রামের মোকলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৯) ।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, ‘গত তিন মাসে ঢাক-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ছিনতাইকারীরা যাত্রীদের নগদ অর্থ ও অন্যান্য মালামাল লুটে নেয়। এর পরই ছিনতাইরোধে মহাসড়কের সাভার অংশের বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়। এসব তল্লাশি চৌকি থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে ছেড়ে আসা বাসে তল্লাশি চালানো হচ্ছে ।

শাহীনুর কবীর আরও বলেন, ‘বৃহস্পতিবার রাত ৮টার দিকে ব্যাংক টাউন এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসে তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় তিন ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক-২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ