হোম > সারা দেশ > ঢাকা

সাভারে চলন্ত বাস থেকে ছুরিসহ ৩ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার সাভারে চলন্ত বাসে তল্লাশি চালিয়ে ছুরিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকডাউন এলাকায় মৌমিতা পরিবহনের বাস থেকে তাঁদের আটক করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির তিন জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।

আটককৃতরা হলেন ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কৈইলাইল গ্রামের মনির হোসেনের ছেলে তানভির হোসেন (১৯), একই জেলার সাভার থানার আনন্দপুর মহল্লার জিল্লুর রহমানের ছেলে মো. মামুন হাসান মুন্না (২০) ও ময়মনসিংহ জেলার পাগলা থানার বাখনখালী গ্রামের মোকলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৯) ।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, ‘গত তিন মাসে ঢাক-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ছিনতাইকারীরা যাত্রীদের নগদ অর্থ ও অন্যান্য মালামাল লুটে নেয়। এর পরই ছিনতাইরোধে মহাসড়কের সাভার অংশের বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়। এসব তল্লাশি চৌকি থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে ছেড়ে আসা বাসে তল্লাশি চালানো হচ্ছে ।

শাহীনুর কবীর আরও বলেন, ‘বৃহস্পতিবার রাত ৮টার দিকে ব্যাংক টাউন এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসে তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় তিন ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক