হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীর ঘরে যুবক, চোর সন্দেহে পিটিয়ে মারলেন স্থানীয়রা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম রায়হান মিয়া (২২)। আজ সোমবার সকালে উপজেলার হাইজদী ইউনিয়নের কলাগাছিয়া তাতীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

রায়হান একই এলাকার জালাল উদ্দিনের ছেলে। তবে স্বজনদের দাবি, রায়হান রাজমিস্ত্রি ও রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। ভিন্ন কোনো ঘটনা ধামাচাপা দিতে তাকে চোর সাজানো হয়েছে।

স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে মালয়েশিয়া প্রবাসী ফারুক হোসেনের স্ত্রী সবাইকে ডাক দিয়ে বলেন তাঁর ঘরে চোর ঢুকেছে, তিনি চোরকে দরজা বন্ধ করে ঘরে আটকে রেখেছেন। এরপর আশপাশের লোকজন জড়ো হয়ে তাঁকে আটক করে বাইরে নিয়ে আসে ও পিটুনি দেয়। গুরুতর অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

ফারুক হোসেনের স্ত্রী বলেন, ‘আমি সকালে ঘরের দরজা খোলা রেখে বাইরে টয়লেটে যাই। ফিরে দেখি রায়হান ঘরে ঢুকে আলমারি ভেঙে মালামাল চুরি করছে। সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ করে সবাইকে ডাক দেই। আশপাশের লোকজন এসে তাঁকে বের করে।’

তবে অভিযোগ অস্বীকার করে নিহতের বাবা জালাল উদ্দিন বলেন, ‘আমার ছেলে চোর না। সে কখনো চুরি করে নাই। তারে অন্য কোনো ঘটনায় চোর সাজায়া মারছে।’

এই বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ‘প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হওয়ার পর গণপিটুনিতে সে মারা যায়। সে আসলেই চোর ছিল, নাকি নেপথ্যে অন্য কোনো ঘটনা আছে, তা নিয়ে তদন্ত চলছে। নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট