হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ভারতের দাদাগিরি আর এই দেশে চলবে না: হাসনাত আবদুল্লাহ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

পথ সভায় বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না। ভারতের দাদাগিরিও এই দেশে আর চলবে না। দিল্লি থেকে ঢাকার কোনো সিদ্ধান্ত নির্ধারিত হবে না।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ শিমরাইল মোড়ে এক পথসভায় বক্তব্যে তিনি এই কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশের প্রশ্নে আমরা আপসহীন। ভারতের দাদাগিরি আর এই বাংলাদেশ চলবে না। ভারতের দিল্লি থেকে ঢাকার মস্ত নির্ধারিত হবে না। দিল্লি থেকে এই দেশের গণভবনে কে বসবে সেই সিদ্ধান্ত আর আসবে না। পরবর্তী সময়ে বাংলাদেশে যারা শাসনক্ষমতায় আসবে, তারা দিল্লিমুখী না হয়ে, ভারতমুখী না হয়ে আপনারা জনতামুখী হোন। যারা দিল্লিমুখী হয়েছিল, তাদেরকে আমরা মাত্র ৪৫ মিনিটে সীমান্তের ওপারে পাঠিয়েছি।’

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘যারা আবার দিল্লিমুখী হচ্ছেন, ভারতমুখী হচ্ছেন, আপনারা নিকট অতীত ভুলে যাবেন না। মানুষের কাছে ফিরে আসেন, মানুষের কথা শোনেন আর জন-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেন। আপনাদের সঙ্গে দেখা হবে লড়াইয়ে-সংগ্রামে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরও বলেন, ‘আমাদের লড়াই শেষ হয়ে যায়নি, আমাদের শহীদ হওয়ার যাত্রা অব্যাহত থাকবে। আমাদের ওয়াসিম শহীদ হয়েছে, মুগ্ধ শহীদ হয়েছে, আবু সাঈদ শহীদ হয়েছে। এরপর হয়তো শহীদদের খাতায় আমার কিংবা আপনার নাম থাকতে পারে। আমাদের সবার নাম থাকতে পারে। কিন্তু বাংলাদেশ প্রশ্নে যদি আমাদের রক্ত দিতে হয়, আমরা পরবর্তীতে আমাদের নাগরিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আবু সাঈদ যেভাবে রক্ত দিয়েছে, আমরাও সেভাবে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি।’ 

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবির কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভার আয়োজন করেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ওই পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সহ-মুখপাত্র আরেফিন মুহাম্মাদ হিজবুল্লাহ, কেন্দ্রীয় সদস্য শওকত আলীসহ কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা।

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন