হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

দুর্ঘটনায় স্বামী আহত জানিয়ে বন্ধুর স্ত্রীকে ডেকে ধর্ষণ ও ভিডিও ধারণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বন্ধুর স্ত্রীকে মিথ্যা সংবাদে ডেকে এনে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার সকালে ফতুল্লার পাগলা শান্তিনিবাস এলাকায় এই ঘটনা ঘটে। পরে রাতেই থানায় মামলা দায়ের করা হলে আজ শুক্রবার ভোরে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তির নাম রিয়াজ (২০)। মামলায় আরও দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়েছে। 

মামলা সূত্রে জানা যায়, ওই নারীর স্বামীর সঙ্গে মামলার দুই আসামি রিয়াজ ও রাকিবের পূর্ব পরিচয় রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রিয়াজ ফোন করে বাদীকে জানায় যে তাঁর স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। দ্রুত যেন তিনি পাগলা এলাকায় চলে আসেন। 

সংবাদ পেয়ে বাদী তাঁর ৫ বছরের ছেলেকে নিয়ে রিয়াদের দেওয়া ঠিকানায় যান। এ সময় রিয়াজ জানায় তাঁর স্বামী ভেতরে শুয়ে আছেন। বাদীসহ তাঁর সন্তান ওই ঘরে প্রবেশ করে দেখেন রাকিবসহ আরও তিন যুবক সেখানে অবস্থান করছেন। 

পরে তাঁকে ঘরের ভেতর আটকে রাখেন এবং কোলে থাকা শিশুকে নিয়ে একজন ঘরের বাইরে বেরিয়ে যায়। এ সময় তাঁরা ধর্ষণ ও ভিডিও ধারণ করেন। পরে দুপুর একটার দিকে বাদীকে ছেড়ে দেওয়া হয়। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির