হোম > সারা দেশ > ঢাকা

নারী দিবসে ডিআরইউর প্রকাশনা কণ্ঠস্বরের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এ উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের করেন সংগঠনের সদস্যরা। র‍্যালি শেষে ডিআরইউর হলরুমে নারী দিবসের বিশেষ প্রকাশনা ‘কণ্ঠস্বর’-এর মোড়ক উন্মোচন করা হয়। 

নারী দিবসের অনুষ্ঠানে ডিআরইউর নারীবিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখির সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।

ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, ‘নারীকে নারী নয়, মানুষ হিসেবে ভাবতে হবে। শুধু নারী দিবসে নয়, প্রতিদিন ঘরে-বাইরে নারীকে সম্মানের চোখে দেখতে হবে। সমাজকে এগিয়ে নিতে হলে নারী-পুরুষ সবাই সবাইকে পারস্পরিক সম্মান দেখাতে হবে।’ 

সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব বলেন, ‘নারীরা এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ। এগিয়ে যাবে বিশ্ব। নারীর চলার পথ সুগম ও নিরাপদ করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা।’ 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নারী দিবসের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক শাহনাজ শারমিন, অর্থ সম্পাদক এস এম এ কামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশাররফ, ক্রীড়া সম্পাদক মাকসুদ লিসা, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন প্রমুখ। 

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর