হোম > সারা দেশ > টাঙ্গাইল

ওপরে আওয়ামী লীগ কার্যালয়ের সাইনবোর্ড, নিচে মুদিদোকান

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় দখল করে মুদিদোকান বসিয়েছেন আওয়ামী লীগ নেতা এস এম ইব্রাহিম হোসেন। তবে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ কার্যালয়ের সাইনবোর্ডটি এখনো সাঁটানো রয়েছে। আওয়ামী লীগ কার্যালয়ের সাইনবোর্ডের নিচে এক মাস ধরে চলছে মুদিদোকান। এ ঘটনা জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

সরেজমিন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২২ সালে উপজেলার করটিয়াপাড়া বাজারে একটি কক্ষ ভাড়া নিয়ে বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সম্প্রতি ওই কার্যালয়ে তোফাজ্জল হোসেন নামের স্থানীয় এক ব্যবসায়ী মুদিদোকান বসিয়েছেন। 

প্রভাবশালী রাজনৈতিক দলের কার্যালয়ে কীভাবে মুদিদোকান দিলেন? এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন, ‘পাশেই আমার দোকান ছিল। সম্প্রতি আমার নিজস্ব দোকানটি মেরামতের কাজ চলছে। স্থানীয় ইব্রাহিম নেতার নির্দেশেই এক মাস ধরে আমি এখানে ব্যবসা পরিচালনা করছি।’

খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় বাসিন্দা এস এম ইব্রাহিম উপজেলা আওয়ামী লীগের সদস্য। এলাকায় তিনি নানা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও জানান স্থানীরা। 

কার্যালয়ের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা এস এম ইব্রাহিম বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়টি ভাড়া নেওয়া হয়েছিল। পরে ওই ঘরের সংস্কার করা হয়। দীর্ঘদিন সংস্কার ও ভাড়ার টাকা বাকি ছিল। বকেয়া টাকাগুলো আমি একা পরিশোধ করে দিয়েছি। স্থানীয় ব্যবসায়িক তোফাজ্জল হোসেনের সাময়িক অসুবিধার কারণে এক মাসের জন্য দলীয় কার্যালয়টি ব্যবহার করতে দেওয়া হয়েছে।’ 

এ ব্যাপারে জানতে চাইলে বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির