হোম > সারা দেশ > টাঙ্গাইল

ওপরে আওয়ামী লীগ কার্যালয়ের সাইনবোর্ড, নিচে মুদিদোকান

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় দখল করে মুদিদোকান বসিয়েছেন আওয়ামী লীগ নেতা এস এম ইব্রাহিম হোসেন। তবে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ কার্যালয়ের সাইনবোর্ডটি এখনো সাঁটানো রয়েছে। আওয়ামী লীগ কার্যালয়ের সাইনবোর্ডের নিচে এক মাস ধরে চলছে মুদিদোকান। এ ঘটনা জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

সরেজমিন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২২ সালে উপজেলার করটিয়াপাড়া বাজারে একটি কক্ষ ভাড়া নিয়ে বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সম্প্রতি ওই কার্যালয়ে তোফাজ্জল হোসেন নামের স্থানীয় এক ব্যবসায়ী মুদিদোকান বসিয়েছেন। 

প্রভাবশালী রাজনৈতিক দলের কার্যালয়ে কীভাবে মুদিদোকান দিলেন? এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন, ‘পাশেই আমার দোকান ছিল। সম্প্রতি আমার নিজস্ব দোকানটি মেরামতের কাজ চলছে। স্থানীয় ইব্রাহিম নেতার নির্দেশেই এক মাস ধরে আমি এখানে ব্যবসা পরিচালনা করছি।’

খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় বাসিন্দা এস এম ইব্রাহিম উপজেলা আওয়ামী লীগের সদস্য। এলাকায় তিনি নানা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও জানান স্থানীরা। 

কার্যালয়ের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা এস এম ইব্রাহিম বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়টি ভাড়া নেওয়া হয়েছিল। পরে ওই ঘরের সংস্কার করা হয়। দীর্ঘদিন সংস্কার ও ভাড়ার টাকা বাকি ছিল। বকেয়া টাকাগুলো আমি একা পরিশোধ করে দিয়েছি। স্থানীয় ব্যবসায়িক তোফাজ্জল হোসেনের সাময়িক অসুবিধার কারণে এক মাসের জন্য দলীয় কার্যালয়টি ব্যবহার করতে দেওয়া হয়েছে।’ 

এ ব্যাপারে জানতে চাইলে বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন