হোম > সারা দেশ > ঢাকা

বসুন্ধরায় নিজ ঘরে ঝুলছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ইশতিয়াক আহমেদ চৌধুরী মাহিম (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বসুন্ধরা ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির বিবিএ শিক্ষার্থী ছিলেন।

গতকাল রোববার রাত ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার জি-ব্লকের ১৭ নম্বর রোডের বাসার তিনতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মাহিমের দুলাভাই হাবিবুর রহমান বলেন, মাহিমের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়। তাঁর বাবা মাহবুব আলম চৌধুরী স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

তিনি আরও বলেন, ‘গতরাতে (রোববার) মাহিমের রুমমেটের মাধ্যমে জানতে পারি মাহিমের মৃত্যুর খবর। তবে কী কারণে মাহিম আত্মহত্যা করেছে, সে বিষয়ে কিছু জানতে পারি নাই।’

এ বিষয়ে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, রাতে খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর মরদেহ ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও বলেন, বসুন্ধরার ওই বাসায় কয়েকজন ছাত্র ভাড়া নিয়ে থাকতেন। অন্য শিক্ষার্থীদের কাছ থেকে জানা গেছে, মাহিম কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন, কিন্তু কোনো কিছু বলতেন না।

এ বিষয়ে বিস্তারিত তদন্তাধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির