হোম > সারা দেশ > ঢাকা

বসুন্ধরায় নিজ ঘরে ঝুলছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ইশতিয়াক আহমেদ চৌধুরী মাহিম (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বসুন্ধরা ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির বিবিএ শিক্ষার্থী ছিলেন।

গতকাল রোববার রাত ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার জি-ব্লকের ১৭ নম্বর রোডের বাসার তিনতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মাহিমের দুলাভাই হাবিবুর রহমান বলেন, মাহিমের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়। তাঁর বাবা মাহবুব আলম চৌধুরী স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

তিনি আরও বলেন, ‘গতরাতে (রোববার) মাহিমের রুমমেটের মাধ্যমে জানতে পারি মাহিমের মৃত্যুর খবর। তবে কী কারণে মাহিম আত্মহত্যা করেছে, সে বিষয়ে কিছু জানতে পারি নাই।’

এ বিষয়ে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, রাতে খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর মরদেহ ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও বলেন, বসুন্ধরার ওই বাসায় কয়েকজন ছাত্র ভাড়া নিয়ে থাকতেন। অন্য শিক্ষার্থীদের কাছ থেকে জানা গেছে, মাহিম কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন, কিন্তু কোনো কিছু বলতেন না।

এ বিষয়ে বিস্তারিত তদন্তাধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির