হোম > সারা দেশ > ঢাকা

জিরো পয়েন্টে ছাত্রলীগ সন্দেহে আরও ২ জনকে গণপিটুনি

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

রাজধানীর বায়তুল মোকাররম ও জিরো পয়েন্টে ছাত্রলীগ সন্দেহে আরও দুই তরুণকে মারধর করেছে ছাত্র-জনতা। পরবর্তীকালে তাঁদের পুলিশে দেওয়া হয়। তাঁদের একজনের নাম রাব্বি, অপরজন আফজাল।

আজ রোববার বিকেল ৪টার দিকে বায়তুল মোকাররম দক্ষিণ গেট থেকে একজনকে মারতে মারতে জিরো পয়েন্টে নিয়ে আসে শিক্ষার্থীরা। তাঁর নাম রাব্বি বলে জানা যায়। একজন শিক্ষার্থী তাঁকে আগলে রাখার চেষ্টা করেও রক্ষা করতে পারেননি। পরে কয়েকজন মিলে সচিবালয়ের পূর্ব কর্ণারে দাঁড়িয়ে থাকা পুলিশের কাছে দিয়ে আসেন। এ সময় শিক্ষার্থীদের হাতে লাঠি দেখা গেছে।

এ ছাড়া গুলিস্তানের জিরো পয়েন্টে আফজাল নামে এক তরুণকে মারতে মারতে নিয়ে আসেন শিক্ষার্থীরা। আফজাল বলেন, ‘আমি কিছু জানি না। এক বড় ভাই নূর হোসেন চত্বরে ফুল দিয়ে আমাকে বলল ছবি তুলবি। আমি দাঁড়িয়ে ছবি তুলেছি। এরপর দেখি কয়েকজন এসে মারধর শুরু করেছে। আমি কোনো দল করি না। এখানে এমনিতেই আসছিলাম।’

পরে আফজালকেও মারধর করে পুলিশে দেওয়া হয়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন