হোম > সারা দেশ > ঢাকা

ইভ্যালির রাসেলের মুক্তির দাবিতে শাহবাগে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি

ইভ্যালির সিইও রাসেলের মুক্তি ও স্বপদে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ‘কনজ্যুমারস অব ইভ্যালি’। আজ শনিবার বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে অংশ নেওয়া ইভ্যালির গ্রাহক মাজেদুর রহমান বলেন, ‘রাসেল ভাই ছাড়া কে আমাদের টাকা দেবে? আমরা ৭০ লাখ গ্রাহক ও ৩০ হাজার মার্চেন্ট আছি। আমাদের টাকা গেটওয়েতে আটকে আছে। গেটওয়ে রাসেল ভাই ছাড়া কাউকে অ্যাকসেস দেবে না। আমরা টাকা ফেরত পেতে চাই। ব্যবসা করে ই-কমার্সকে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করাতে চাই। স্বাধীন বাংলাদেশকে পূর্ণ ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করতে চাই।’ 

মাজেদুর রহমান আরও বলেন, ‘রাসেলের কোনো অপরাধ নেই। অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে কিন্তু রাসেল ভাইকে আটকে রাখা হয়েছে। অবিলম্বে রাসেল ভাইয়ের মুক্তি দিতে হবে।' ’ 

মানববন্ধন থেকে রাসেলের নিঃশর্ত কিংবা শর্তসহ মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। দাবি আদায় না হলে লাগাতার মানববন্ধন ও আমরণ অনশনের ঘোষণাও দেন গ্রাহক ও মার্চেন্টরা। 

মানববন্ধনে সবুজ হোসেন বলেন, ‘একটা মানুষকে গ্রেপ্তারের মাধ্যমে সমস্যার সমাধান না করে আটক করে লাভ হবে না। আমরা যারা গ্রাহক এবং মার্চেন্ট ছিলাম তারা চেয়েছিলাম রাসেলের মুক্তি এবং তাকে নিরাপদ রাখা। কিন্তু একটি গোষ্ঠী চায়নি। তারা চেয়েছিল বাংলাদেশের ই-কমার্সকে ধ্বংস করতে। গ্রাহক ও মার্চেন্ট উপকৃত হোক সেটা তারা চায়নি। একটা মানুষের অপরাধ ছাড়া কীভাবে কারাগারে আটকে রাখা হয়?’ 

ইভ্যালির গ্রাহক শিবলী নোমানী বলেন, ‘হাত পা বেঁধে দিলে যেমন সাঁতার কাটতে পারব না তেমনি রাসেল ছাড়া টাকা পাব না। রাসেল ছাড়া কেউ ইভ্যালি চালাতে পারবে না। বিদেশি কোম্পানির স্বার্থকে খুশি করতে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী উঠেপড়ে লেগেছে।’ 

শিবলী নোমানী আরও বলেন, ‘তার (রাসেল) অপরাধ তিনি গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, মানুষকে ব্যবসা করার সুযোগ দিয়েছেন। এটা যদি অপরাধ হয় তাহলে আমাদের কিছু করার নেই। আমরা ডিসকাউন্টে পণ্য কিনেছি এটা কোনো অপরাধ নয়। আমরা আমাদের অধিকারের জন্য লড়ছি। লড়াইয়ের মাধ্যমে আমাদের অধিকার আদায় করে নেব।’ 

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন