হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

পুলিশের তাড়া খেয়ে খালে ঝাঁপ মাদক কারবারির, উদ্ধারে ডুবুরি দল

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পুলিশের তাড়া খেয়ে খালে ঝাঁপ দেয় এক মাদক কারবারি। পরে তাকে পুলিশসহ স্থানীয়রা ডাকাডাকি করলেও ওঠেননি তিনি। একপর্যায়ে পানিতে ডুব দিয়ে নিখোঁজ হন।

আজ বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ মাদক কারবারিকে খুঁজে পেতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ডুবুরি দলের সদস্যরা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটেছে উপজেলার চাষী বালিগাঁও এলাকায়।

নিখোঁজ ওই মাদক কারবারির নাম আব্দুল কুদ্দুস (৪২)। তিনি ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। 

স্থানীয়রা বলছে, বুধবার বিকেল ৫টার দিকে পুলিশ দেখে কুদ্দুস গৌরগঞ্জ তালতলা ডহুরি খালের পানিতে ঝাঁপ দেয়। পরে তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আজ সকালে ঢাকা হেডকোয়ার্টার থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা কুদ্দুসকে খুঁজে পেতে উদ্ধার অভিযান চালাচ্ছে। 

তারা আরও জানান, কুদ্দুস এলাকার চিহ্নিত মাদক কারবারি। তিনি মাদক বিক্রি করে পাশাপাশি বাড়িতে জুয়ার আসরও বসান। কিছুদিন পর পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়। পুনরায় জেলহাজত থেকে জামিনে এসে মাদক কারবার ০ করেন। 

নিখোঁজ কুদ্দুসের মা তহুরা বেগম বলেন, ‘আমি আমার ছেলেকে চাই। আমার ছেলে হারানোর বিচার চাই।’ 

কুদ্দুসের মেয়ে ফাহিমা বলেন, ‘আমার বাবাকে তারা কেন বাচাইলোনা? তারা চাইলে তখন আমার বাবাকে উঠাইতে পারত। তাদের চোখের সামনে আমার বাবা পানিতে ডুইবা গেছে।’ 

এ বিষয়ে বালিগাঁও বাজার কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা আলমগীর মোল্লা বলেন, ‘মাদক কারবারি কুদ্দুস পুলিশ দেখে ভয়ে পালানোর জন্য পানিতে ঝাঁপ দেয়। পরে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। কুদ্দুসকে খুঁজে পেতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ করছে।’ 

ঢাকা হেডকোয়ার্টার থেকে আশা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুল খায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৭টা ৪০ মিনিট থেকে ৫ সদস্যের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছেন। কুদ্দুসকে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলমান থাকবে।’ 

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার বিকেল ৫টার দিকে চাষী বালিগাঁও এলাকায় আমরা অটোতে করে যাচ্ছিলাম। একই সময় কুদ্দুস আরেকটি অটোতে করে আসছিলেন। আমাদের দেখেই সে অটো থেকে নেমে দৌড়ে পালাতে গিয়ে পানিতে ঝাঁপ দেয়। তাঁকে অনেকবার উঠে আসতে বলার পরেও সে সাঁতরে গিয়ে নিখোঁজ হয়।’ 

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার বিকেলে মাদক কারবারি কুদ্দুস পুলিশ সদস্যদের দেখে দৌড়ে পালাতে গিয়ে খালে ঝাঁপ দেয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উঠে আসতে বললেও, সে উঠে না এসে সাঁতরে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘কুদ্দুসের বিরুদ্ধে থানায় ১৫ টির অধিক মাদক মামলা রয়েছে।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯