রাজধানীর দোলাইরপাড় এলাকায় ডেলটা হাসপাতালের সামনে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্যামপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ-উর-রহমান মাসুম (৪৮), কদমতলী থানা যুবলীগের সদস্য আহসান কবির আদর (৩১) ও কদমতলী থানা যুবলীগের সদস্য ইদ্রিস আলী ঈশান (২২)।
শ্যামপুর থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার বেলা ৩টার দিকে ঢাকা-মাওয়া সড়কের দোলাইরপাড়ে ডেলটা হাসপাতালের সামনের সড়কে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কিছু সদস্য মিছিলের জন্য জমায়েত হতে শুরু করলে সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্যরা দৌড়ে পালিয়ে যান।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাঁরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শ্যামপুর থানায় নিয়মিত মামলা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, আজ রোববার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে তোলা হয়েছে। আদালত তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।