সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি-সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিতই থাকবে। রিট আবেদনকারী পক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ ‘নট টুডে’ বলে আদেশ দেন।
এর আগে সরকারি চাকরি আইনের গেজেট জারি হয়। আইনের ৪১ (১) ধারায় বলা হয়, কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত অভিযোগে দায়েরকৃত ফৌজদারি মামলায় অভিযোগপত্র গৃহীত হওয়ার আগে তাঁকে গ্রেপ্তার করতে হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। বিষয়টি নিয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট করে। রিটের পরিপ্রেক্ষিতে গত ২৫ আগস্ট রায় দেন হাইকোর্ট। রায়ে ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪১ (১) ধারা বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হয়।
রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করেন। একই সঙ্গে শুনানি ২৩ অক্টোবর পর্যন্ত মুলতবি করা হয়। এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলা হয়। সে অনুযায়ী রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে এবং বিষয়টি আজকে শুনানির জন্য আদালতে ওঠে।