হোম > সারা দেশ > ঢাকা

বাড়ির মালিকের টাকা চুরি করে ব্যবস্থাপক নিজেই বাড়ি বানালেন 

সাভার (ঢাকা) প্রতিনিধি

বাড়ির মালিকের টাকা নিয়ে পালিয়ে যান ব্যবস্থাপক। সেই টাকায় গ্রামে নিজেই তৈরি করেছেন বাড়ি। সেই ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা-পুলিশ। তাঁর কাছ থেকে জব্দ করা হয়েছে লুটের সাড়ে ৪ লাখ টাকা।

আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার আসামিকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল সোমবার রাতে নওগাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৩ জানুয়ারি আশুলিয়ার বাড়ির মালিক রায়হান কবিরের ১০ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়েছিলেন তিনি।

গ্রেপ্তার আরিফুল ইসলাম রানা (২৪) নওগাঁ জেলার মান্দা থানার কয়াপাড়া গ্রামের মোকলেছুর রহমান মুকুর ছেলে। তিনি আশুলিয়ার পলাশবাড়ি স্পিকার ফার্ম এলাকায় রায়হান কবিরের বাসায় ভাড়া থাকতেন ও এই বাড়ির ব্যবস্থাপকের দায়িত্ব পালন করতেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ৬ মাস ধরে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে রানা বাড়ির ভাড়া সংগ্রহ করে মালিক রায়হানের কাছে বুঝিয়ে দিতেন। বিশ্বাসযোগ্যতা অর্জন করায় ব্যবস্থাপককে দিয়ে প্রায়ই ব্যাংকে টাকা জমা দেওয়াতেন রায়হান কবির। গত ৩ জানুয়ারি তাঁকে ১০ লাখ টাকা দেওয়া হয় আশুলিয়ার একটি ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য। এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায় ওই টাকা ব্যাংকেও জমা দেননি তিনি। পরে সন্দেহ হলে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।

মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, রানার গ্রামের বাড়িতে অভিযান চালিয়েই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ১০ লাখ টাকার মধ্যে সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে, বাকি টাকা দিয়ে নিজের গ্রামের বাড়িতেই ঘর নির্মাণ করেছেন রানা। তাঁকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯