হোম > সারা দেশ > টাঙ্গাইল

যমজ দুই বোনের ধারাবাহিক সাফল্য, এবার একই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

সামিয়া জাহান আফসানা ও সাদিয়া জাহান শাহানা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে শিক্ষক দম্পতির যমজ দুই কন্যা আফসানা ও শাহানা শিক্ষাজীবনে ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছেন। এবার তাঁরা দুজনেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। ভর্তি পরীক্ষায় সামিয়া জাহান আফসানা ‘ডি’ ইউনিটে প্রথম ও সাদিয়া জাহান শাহানা ‘এ’ ইউনিটে ৭৬তম হয়েছেন।

আজ শনিবার আফসানা ও শাহানার মামা হাফিজুল ওয়ারেস এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে তাঁরা পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায়ও একই সঙ্গে জিপিএ-৫ পেয়েছিলেন। এ নিয়ে গত বছরের ১৬ অক্টোবর ‘দৈনিক আজকের পত্রিকা’সহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয়েছিল। চেহারায় প্রায় একই রকম দেখতে দুই বোনের এমন ধারাবাহিক সাফল্যে পরিবারসহ এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

তাঁদের পরিবার সূত্রে জানা গেছে, সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আল-আমিন মিয়া ও আফিয়া আক্তার দম্পতির যমজ সন্তান সামিয়া জাহান আফসানা এবং সাদিয়া জাহান শাহানা এইচএসসি পরীক্ষায় টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছিলেন। এর আগে দুই বোনই সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তাঁদের পিএসসি, জেএসসি পরীক্ষার ফলও জিপিএ-৫।

জানতে চাইলে আফসানা ও শাহানার বাবা আল-আমিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, দুই মেয়ের ধারাবাহিক ভালো ফল দেখে আমরা আনন্দিত। আমাদের পাশাপাশি প্রতিবেশীরাও মেয়েদের সাধুবাদ জানাচ্ছেন। মেয়েদের ইচ্ছা ছিল চিকিৎসক হয়ে মানুষের সেবা করার। এদের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষায় অপেক্ষমাণ তালিকায় আফসানার নাম রয়েছে।

উল্লেখ্য, আল-আমিন মিয়া উপজেলার বড়চওনা-কুতুবপুর (বিকে) কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা জামায়াত ইসলামীর আমির এবং মা আফিয়া আক্তার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে