হোম > সারা দেশ > ঢাকা

জবির ছাত্রী হল থেকে ছাত্রলীগের ৯ কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করে ব্যানার

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ৯ আবাসিক ছাত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করে ব্যানার টানিয়ে দিয়েছেন হলের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল শনিবার অবাঞ্ছিত ঘোষণা করে ছবিসহ এই ব্যানার টানিয়ে দেন শিক্ষার্থীরা। অবাঞ্ছিত সবাই জবি শাখা ছাত্রলীগের কর্মী ছিলেন। 

অবাঞ্ছিত ঘোষণা করা এই শিক্ষার্থীরা হলেন মনোবিজ্ঞান বিভাগের ইভা রহমান, প্রাণিবিদ্যা বিভাগের স্বর্ণা পাটোয়ারী, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের মৈত্রী বাড়ৈ, বাংলা বিভাগের আফিয়া আঞ্জুম, গণিত বিভাগের নিপুণ ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের মুনিয়া আক্তার যুথি, দর্শন বিভাগের রিশাত আরা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সৃজা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ফারহানা ঐশী। তাঁদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে হলে ছাত্রী নির্যাতন ও হুমকি দিয়ে মিছিলে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। 

এ বিষয়ে হলের আবাসিক ছাত্রী নাঈমা আক্তার রিতা বলেন, ‘গত জুলাই মাসে আমরা যারা আন্দোলনে গিয়েছি, তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। আমাদের তালিকা করার কথাও শোনা যায়। ফ্যাসিবাদ সরকারের গণহত্যার চিত্র দেখার পরও যারা সেই গণহত্যার পক্ষে অনলাইন কিংবা অফলাইনে তাদের অবস্থান আন্দোলনের বিপক্ষে স্পষ্ট করেছে, সাধারণ শিক্ষার্থীরা তাদের স্থায়ীভাবে হল থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছি।’

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ