হোম > সারা দেশ > রাজবাড়ী

গোয়ালন্দে ১২টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৩ 

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ১২টি চোরাই মোবাইলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় গোয়ালন্দ বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় অজ্ঞাত আরও একজন পালিয়ে যান। 

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি পাড়ার মৃত শাহাবুদ্দিন শেখের ছেলে মো. আসিফ শেখ (২৩), পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লা পাড়ার আক্কাছ সরদারের ছেলে মো. মঈন সরদার (১৯) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজী পাড়ার মো. জয়নাল শেখের ছেলে জামাল শেখ (২৩)। 

এজাহার সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানার জিডি নম্বর ৫২৩ / ২১ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গতকাল রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ পদ্মার মোড় এলাকায় অবস্থান করছিলেন পুলিশের উপপরিদর্শক দেওয়ান শামীম। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গোয়ালন্দ বাজার মোবাইল এক্সচেঞ্জ ও মা টেলিকম নামক দোকানের সামনে রাস্তার ওপর কতিপয় কয়েকজন ব্যক্তি চোরাই মোবাইল বেচাকেনা করছেন। 

বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবিরকে জানিয়ে এসআই দেওয়ান শামীম সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে ৪ জন পালানোর চেষ্টা করলে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। একজন পালিয়ে যান। গ্রেপ্তারকৃত তিনজনের মধ্যে আসিফ শেখের কাছ থেকে ১০ টি, মঈন সরদার ও জামাল শেখের কাছ থেকে একটি করে মোট ১২টি চোরাই মোবাইল জব্দ করা হয়েছে। 

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, গ্রেপ্তারকৃত তিন যুবক চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন। যারা মোবাইল ছিনতাই ও চুরি করেন তাঁদের কাছ থেকে এরা কিনে নেন এবং পরবর্তীতে অন্যত্র বিক্রি করতেন। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, তদন্ত সাপেক্ষে তাঁদের জিজ্ঞাসাবাদ করে মূল ছিনতাইকারী ও চোরদের ধরার চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ দুপুরের পরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন