হোম > সারা দেশ > ঢাকা

নাব্য সংকটে বন্ধ ফেরি, মোটরসাইকেল নিয়ে ট্রলারে পদ্মা পাড়ি

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ ও নাব্য সংকটে ফেরি চলাচল বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছেন মোটরসাইকেল আরোহীরা। আজ বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল চালকদের ট্রলারে করে পদ্মা পাড়ি দিতে দেখা যায়।

আজ বৃহস্পতিবার শিমুলিয়া বাজার ঘাটে সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কখনো এক্সপ্রেসওয়ে আবার কখনো অন্যান্য ছোট সড়ক ধরে মোটরসাইকেল পদ্মা পাড়ে এসে জড়ো হচ্ছে। সেখান থেকে ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী মোটরসাইকেল আরোহীরা। ঝুঁকির পাশাপাশি অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে তাঁদের। প্রতি মোটরসাইকেলে ভাড়া হিসেবে সর্বনিম্ন ৬০০ টাকা করে নেওয়া হচ্ছে। ২০-২৫টি ট্রলার দিয়ে এসব মোটরসাইকেল পারাপার করতে দেখা গেছে। 

মোটরসাইকেল আরোহীরা জানান, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ। সে সঙ্গে ফেরিও বন্ধ। তাই বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে বেশি টাকা খরচ করে পদ্মা পাড়ি দিতে হচ্ছে। 

হাসাঁড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক উৎপল দাস জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল প্রবেশ করতে পারবে না। এক্সপ্রেসওয়েতে টহল জোরদার করা হয়েছে। 

পদ্মা সেতুর উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসাইন বলেন, সরকারি ঘোষণা অনুযায়ী মোটরসাইকেল চলাচল বন্ধ করা হয়েছে। কেউ যদি মোটরসাইকেল নিয়ে আসে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের মিয়া বলেন, ‘শিমুলিয়া বাজার থেকে ট্রলারে করে মোটরসাইকেল পারাপার হচ্ছে কিনা তা আমার জানা নেই। ট্রলারে করে মোটরসাইকেল পারাপার করলে তাঁদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেব।’ 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু