হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ইটনায় আগুনে পুড়ল দুটি বসতঘর 

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনায় আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে ইটনা সদর ইউনিয়নের বড়হাটি গ্রামের ছাদু মিয়ার ঘরে এ আগুন লাগে। তবে সরু রাস্তার কারণে সময়মতো দমকলকর্মীরা ঘটনাস্থলে যেতে দেরি হয়। তবে ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। এতে প্রায় ৩ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার। আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮টার দিকে বড়হাটির ছাদু মিয়ার ঘরে আগুন লাগে। এরপর দ্রুতই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস এলেও সরু রাস্তার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি গাড়ি। পরে কাঁধে করে পাম্প ঘটনাস্থলে নিয়ে যান দমকলকর্মীরা। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়। তাই আসবাবপত্র, খাদ্যসামগ্রী, গৃহস্থালি জিনিসপত্রসহ টিনশেডের বসতঘরগুলো পুড়ে যায়। আগুনে ছাদু মিয়া ও নাদু মিয়ার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া প্রতিবেশী ধন মিয়ার সেমিপাকা একটি ঘর আংশিক পুড়ে যায়। 

ইটনা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত প্রধান নাসির উদ্দিন জানান, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। সরু রাস্তার কারণে ভেতরে সরাসরি পানির পাম্প ও পাইপ নিয়ে যেতে পারিনি। পরে কাঁধে করে পাম্প ও পাইপ নিয়ে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন