হোম > সারা দেশ > ঢাকা

ঈদযাত্রা: বাস কাউন্টারগুলোতে ভিড় তুলনামূলক কম

সৌগত বসু, ঢাকা

ঈদের ছুটিতে বাড়ি যেতে শুরু করেছে মানুষ। এবার ছুটি এক দিন বেশি পাওয়ায় আজ দিনের বেলায় রাজধানীর বাস কাউন্টারগুলোতে ঘরমুখী মানুষের ভিড় তুলনামূলক কম।

আজ বুধবার মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, ঢাকার আশপাশের জেলাগুলোতে যাওয়ার জন্য বাসের টিকিটের লাইন আছে। তবে দূরপাল্লার বেশির ভাগ যাত্রী যাবেন রাতের গাড়িতে। কাউন্টার থেকে জানা যায়, উত্তরবঙ্গের বগুড়া, দিনাজপুর, রংপুর অঞ্চলের যাত্রীর চাপ সন্ধ্যার পর বেশি। আর ঢাকার পাশের জেলা ময়মনসিংহ, নেত্রোকোনা, জামালপুর অঞ্চলের যাত্রীদের চাপ দিনে বেশি। 

গতকাল ঈদের আগে শেষ কর্মদিবস ছিল। তাই সন্ধ্যা পার হতেই ভিড় ছিল রাজধানীর বাস টার্মিনালে। তবে আজ সকাল থেকে ছিল স্বাভাবিক। 

এনা কাউন্টার কর্মকর্তা জানালেন, দূরপাল্লার বেশির ভাগ বাসেরই অগ্রিম টিকিট বিক্রি হওয়ায় যাত্রীদের অপেক্ষা এখন শুধু বাড়ি ফেরার নির্ধারিত বাসে চড়ার। তাই সময় অনুযায়ী কাউন্টারে এলেই হচ্ছে। 

মহাখালীতে ঈদযাত্রা শুরুর তৃতীয় দিনে প্রায় সব গাড়িকেই সঠিক সময়ে নির্ধারিত স্টপেজ ছেড়ে যেতে দেখা যাচ্ছে। 

নওগাঁগামী বাসের টিকিট কেটেছেন আমিনুল ইসলাম। বলেন, ‘আমার গাড়ি ৩টায়। টিকিটের দাম একটু বেশি। আগে ৫৫০ টাকায় যেতাম, এখন ৬৮০ টাকা লাগল। ঈদে এটাই স্বাভাবিক।’ 

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সাইফুল মানিক বলেন, ‘কাল অফিস করে আর যাওয়া হয়নি। ময়মনসিংহে যাব। অল্প সময় লাগে। আজ তাই ধীরে-সুস্থে যাচ্ছি।’ 

দিনাজপুরগামী যাত্রী সাফায়েত বলেন, ‘বৃহস্পতিবার ছুটি হওয়ায় ভালো হয়েছে। বাড়ি যাওয়ার চাপ নেই কোনো। এবার কয়েক দিন ধরে মানুষ বাড়ি যাবে। তাই আশা আছে রাস্তায় যানজটের ভোগান্তিও থাকবে না।’ 

এদিকে ঢাকা-খুলনা, বরিশাল, গোপালগঞ্জ, ফরিদপুর রুটের যাত্রা পদ্মা সেতুর জন্য দুই ভাগ হয়েছে। সায়েদাবাদ ও যাত্রাবাড়ীর কিছু অংশে আলাদা কাউন্টার রয়েছে বড় বাস কোম্পানিগুলোর। অন্যদিকে যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুরের যাত্রীরা যাবেন গাবতলী হয়ে। 

গোল্ডেন লাইন কাউন্টারের ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের গাড়ি ফরিদপুর, মাগুরা রুটে যাতায়াত করে। এখন পদ্মা সেতু হওয়ায় এই রুটে যাত্রী বেশি। অনেকেই অগ্রীম টিকিট কেটেছেন, তাই ভিড় কম।’ 

ঈদযাত্রা সামনে রেখে টার্মিনালের সামনে ও ভেতরে পুলিশের অস্থায়ী ক্যাম্প রয়েছে। এ ছাড়া আছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত। 

সায়েদাবাদে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল বলেন, ‘অতিরিক্ত ভাড়ার অভিযোগ আসেনি। আমরা সব সময় সচেষ্ট আছি এ বিষয়ে।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক