হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার চালকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় এক অটোরিকশার চালকের মৃত্যু হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত চালকের নাম ইয়াদ হোসেন খান (৩৫)। তিনি উপজেলার ঝিকরহাটি গ্রামের ইলিয়াস খানের ছেলে। 

হাসপাতাল, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর থেকে দুজন যাত্রী নিয়ে অটোরিকশাটি একই উপজেলার তাতিবাড়ি যাচ্ছিল। এ সময় ‘শ্যামলী পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বরিশালে যাওয়ার পথে পেছন থেকে ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে চালক ইয়াদ হোসেন খানকে গুরুতর অবস্থায় স্থানীয়রা মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত আবুল কাসেম মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি আছেন এবং অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়জুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন আর একজন হাসপাতালে ভর্তি আছেন।’ 

মাদারীপুর মস্তফাপুর হাইওয়ের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল বলেন, এ ঘটনায় শ্যামলী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ