হোম > সারা দেশ > ঢাকা

পুনর্বহালের দাবিতে পিলখানার সামনে অবস্থান চাকরিচ্যুত বিজিবি সদস্যদের

আজকের পত্রিকা ডেস্ক­

বৃহস্পতিবার সকালে রাজধানীর পিলখানার সদর দপ্তরে সামনে অবস্থান। ছবি: আজকের পত্রিকা

বিভিন্ন সময় নানা অভিযোগে চাকরিচ্যুত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা চাকরিতে পুনর্বহালের দাবিতে ধানমন্ডি এলাকায় বিজিবি সদর দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন। তাদের দাবি, যাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, তাদের চাকরি ফেরত দেওয়া হোক। অন্যথায় তাদের সরকারি সমস্ত সুবিধা দিয়ে অবসরে পাঠানো হোক।

আজ বৃহস্পতিবার সকাল থেকে পিলখানার সদর দপ্তরে সামনে অবস্থান নিয়েছেন প্রায় শতাধিক সাবেক বিজিবি সদস্য। তবে মূল সড়কে না বসায় ওই এলাকায় যানচলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবির দায়িত্বরত অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

আব্দুল হামিদ নামে সাবেক এক বিজিবি সদস্য অভিযোগ করেন, তাদের বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। তিনি সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন। এরপরই তাঁকে বাহিনী থেকে বের করে দেওয়া হয়।

হামিদুর রহমান নামের একজন বলেন, নিবন্ধনহীন সিম ব্যবহার করে চোরাকারবারির সঙ্গে কথা বলেছিলেন তিনি। সে অপরাধে তাঁকে বাহিনী থেকে বের করা হয়। তার দাবি, সীমান্তে অপরাধী ধরার এটাই কৌশল, কিন্তু তাঁর জন্য এটি অপরাধ হয়েছে।

চাকরিচ্যুত সদস্যদের দাবি, ঊর্ধ্বতনদের কাছে থেকে দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁরা এখান থেকে যাবেন না।

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি