হোম > সারা দেশ > ঢাকা

পুনর্বহালের দাবিতে পিলখানার সামনে অবস্থান চাকরিচ্যুত বিজিবি সদস্যদের

আজকের পত্রিকা ডেস্ক­

বৃহস্পতিবার সকালে রাজধানীর পিলখানার সদর দপ্তরে সামনে অবস্থান। ছবি: আজকের পত্রিকা

বিভিন্ন সময় নানা অভিযোগে চাকরিচ্যুত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা চাকরিতে পুনর্বহালের দাবিতে ধানমন্ডি এলাকায় বিজিবি সদর দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন। তাদের দাবি, যাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, তাদের চাকরি ফেরত দেওয়া হোক। অন্যথায় তাদের সরকারি সমস্ত সুবিধা দিয়ে অবসরে পাঠানো হোক।

আজ বৃহস্পতিবার সকাল থেকে পিলখানার সদর দপ্তরে সামনে অবস্থান নিয়েছেন প্রায় শতাধিক সাবেক বিজিবি সদস্য। তবে মূল সড়কে না বসায় ওই এলাকায় যানচলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবির দায়িত্বরত অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

আব্দুল হামিদ নামে সাবেক এক বিজিবি সদস্য অভিযোগ করেন, তাদের বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। তিনি সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন। এরপরই তাঁকে বাহিনী থেকে বের করে দেওয়া হয়।

হামিদুর রহমান নামের একজন বলেন, নিবন্ধনহীন সিম ব্যবহার করে চোরাকারবারির সঙ্গে কথা বলেছিলেন তিনি। সে অপরাধে তাঁকে বাহিনী থেকে বের করা হয়। তার দাবি, সীমান্তে অপরাধী ধরার এটাই কৌশল, কিন্তু তাঁর জন্য এটি অপরাধ হয়েছে।

চাকরিচ্যুত সদস্যদের দাবি, ঊর্ধ্বতনদের কাছে থেকে দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁরা এখান থেকে যাবেন না।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট