রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনের চার তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
আগুন নেভার তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।
শাহজাহান শিকদার জানান, সোমবার বিকেল পৌনে ৭টার দিকে আগুনের খবর পাই। বাংলাদেশ ব্যাংক ভবনের চার তলায় আগুন লাগে ৬টা ২৫ মিনিটে। তাৎক্ষণিকভাবে আগুনের বিষয়টি মতিঝিল টহল ইউনিটের নজরে আসলে তারা পুরান ঢাকার সিদ্দিকবাজার ফায়ার স্টেশনকে জানায়। খবর পেয়ে সিদ্দিকবাজার স্টেশন থেকে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ যোগ দেয়। সব শেষ চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেননি এ কর্মকর্তা।