হোম > সারা দেশ > টাঙ্গাইল

প্রাইভেটকার নিয়ে ১১ বছরের শিশু উধাও

প্রতিনিধি

ঘাটাইল (টাঙ্গাইল): ঘাটাইল উপজেলার সাগরদিঘি গ্রামে প্রাইভেটকারসহ শিশির (১১) নামে এক শিশু তিন দিন ধরে নিখোঁজ। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। প্রাইভেটকারের মালিক ববিন সরকার এ ব্যাপারে ঘাটাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ববিন সরকার জানান, প্রাইভেটকারটি তার নিজ গ্রাম সাগরদিঘির মজিবর রহমান চালান। মজিবরের তত্ত্বাবধানে গাড়িটি ভাড়ায় পরিচালিত হতো। ভাড়া না থাকলে গাড়িটি মজিবরের গ্যারেজেই থাকে। গত ২০ মে রাত ১০টার দিকে মজিবরের ছেলে শিশির কাউকে না জানিয়ে গ্যারেজ থেকে গাড়িটি নিয়ে বেরিয়ে যায়। এরপর থেকেই তার কোনো সন্ধান মিলছে না।

প্রাইভেটকার চালক মজিবর বলেন, শিশির প্রাইভেটকার চালাতে পারে। বিভিন্ন সময় সে গাড়ি চালিয়ে পাশের গ্রামে আত্মীয়-স্বজনের বাড়িতে গেছে এবং ফিরে এসেছে। তবে সে সাধারণত না বলে কোথাও যায় না। এ কারণে ব্যাপারটি রহস্যজনক বলে মনে হচ্ছে। শিশিরের কাছে সেলফোন না থাকায় প্রযুক্তির সহায়তাও নেওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে ঘাটাইল থানার সাগরদিঘি তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক জাকির হোসেন বলেন, আমি বিষয়টি শুনেছি। দায়ের করা অভিযোগ এখনো হাতে পাইনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির