হোম > সারা দেশ > টাঙ্গাইল

প্রাইভেটকার নিয়ে ১১ বছরের শিশু উধাও

প্রতিনিধি

ঘাটাইল (টাঙ্গাইল): ঘাটাইল উপজেলার সাগরদিঘি গ্রামে প্রাইভেটকারসহ শিশির (১১) নামে এক শিশু তিন দিন ধরে নিখোঁজ। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। প্রাইভেটকারের মালিক ববিন সরকার এ ব্যাপারে ঘাটাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ববিন সরকার জানান, প্রাইভেটকারটি তার নিজ গ্রাম সাগরদিঘির মজিবর রহমান চালান। মজিবরের তত্ত্বাবধানে গাড়িটি ভাড়ায় পরিচালিত হতো। ভাড়া না থাকলে গাড়িটি মজিবরের গ্যারেজেই থাকে। গত ২০ মে রাত ১০টার দিকে মজিবরের ছেলে শিশির কাউকে না জানিয়ে গ্যারেজ থেকে গাড়িটি নিয়ে বেরিয়ে যায়। এরপর থেকেই তার কোনো সন্ধান মিলছে না।

প্রাইভেটকার চালক মজিবর বলেন, শিশির প্রাইভেটকার চালাতে পারে। বিভিন্ন সময় সে গাড়ি চালিয়ে পাশের গ্রামে আত্মীয়-স্বজনের বাড়িতে গেছে এবং ফিরে এসেছে। তবে সে সাধারণত না বলে কোথাও যায় না। এ কারণে ব্যাপারটি রহস্যজনক বলে মনে হচ্ছে। শিশিরের কাছে সেলফোন না থাকায় প্রযুক্তির সহায়তাও নেওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে ঘাটাইল থানার সাগরদিঘি তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক জাকির হোসেন বলেন, আমি বিষয়টি শুনেছি। দায়ের করা অভিযোগ এখনো হাতে পাইনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন