হোম > সারা দেশ > গাজীপুর

ব্যাংকের সিঁড়ির নিচে শিশু, পাশেই ছিল ফিডার ও জামাকাপড়

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে একটি বেসরকারি ব্যাংকের সিঁড়ির নিচ থেকে তিন মাস বয়সী একটি কন্যাশিশু উদ্ধার হয়েছে। শিশুটির কোনো অভিভাবক না পাওয়ায় তাকে ঢাকার আজিমপুর সোনামনি নিবাসে হস্তান্তর করা হয়েছে। 

স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে ব্যাংকটির সিঁড়ির নিচ থেকে একটি শিশুর কান্না শোনা যায়। পরে ব্যাংকের নিরাপত্তারক্ষী ও উপস্থিত লোকজন কোনাবাড়ী থানায় খবর দেন। পুলিশ এসে শিশুটিকে নিয়ে যায়। 

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) তাপস কুমার ওঝা জানান, সিঁড়ির নিচে একটি শিশুকে কাঁদতে থেকে স্থানীয়রা থানায় খবর দেন। শিশুটির বয়স আনুমানিক তিন মাস। উদ্ধারের সময় শিশুটির পাশে একটি ব্যাগ পাওয়া গেছে। ব্যাগের মধ্যে দুধের ফিডার ও কিছু জামাকাপড় আছে। 

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, শিশুটি উদ্ধারের পর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। শিশুটি সুস্থ আছে। আমরা সিসিটিভি ফুটেজ চেক করাসহ নানাভাবে শিশুটির বাবা-মাকে খোঁজা হয়েছে। কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ শিশুটিকে ফেলে রেখে চলে গেছে। এ কারণে বিকেলে শিশুটিকে ঢাকার আজিমপুর সোনামনি নিবাসে পৌঁছে দেওয়া হয়েছে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে