হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিব হোসেন (১৪) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার ঘাগটিয়া চালা তালুকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থী উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রাম মৃধা বাড়ি মো. রুকন উদ্দীন মৃধার ছেলে এবং চরদুর্লভখান আ. হাই সরকার স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে রাজিব মোটরসাইকেলে করে উপজেলার ঘাগটিয়া চালা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে। দুর্ঘটনার সময়ে মোটরসাইকেল ছিল তার দুই সহপাঠী শামীম ও আ. রহিম। এ সময় তারাও গুরুতর আহত হয়। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। শামীম ও আ. রহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপার কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে নিহতের লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।’

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’