হোম > সারা দেশ > ঢাকা

পুঠিয়ার সাবেক ওসি সাকিলের জামিন আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতির মামলায় সাময়িক বরখাস্ত রাজশাহীর পুঠিয়া থানার ওসি সাকিল উদ্দিন আহমেদের জামিন প্রশ্নে জারি রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে চার মাসের মধ্যে মামলার তদন্ত করে শেষ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই রায় দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আজ শুনানিতে বলেন, ‘সাকিল উদ্দিন ওসি প্রদীপের (সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি) মতো ক্ষমতার অপব্যবহার করেছেন। আসামিদের বাঁচানোর উদ্দেশ্যে কারসাজি করে মামলার এজাহার পাল্টে ফেলেছেন।’

এদিকে সাকিল উদ্দিনের আইনজীবী এম কে রহমান জামিন না হলে অন্তত স্ট্যান্ড ওভার রাখার আবেদন করেন। এ সময় আদালত বলেন, ‘গুরুতর অভিযোগ রয়েছে। চার মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিচ্ছি।’

গত বছরের ২৪ জানুয়ারি দুদক ওই মামলা করে। প্রাথমিক তথ্য বিবরণীতে আসামির নাম ও ঠিকানা-সংবলিত কলামে ‘অজ্ঞাতনামা’ লিখে মামলা করার অভিযোগ আনা হয় দুদকের মামলায়। হাইকোর্টের নির্দেশনা অনুসারে গত ১২ ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে হাইকোর্টে আবেদন করেন সাকিল। ১৫ ডিসেম্বর তাঁর জামিন প্রশ্নে রুল জারি করা হয়। ওই রুল আজ খারিজ করে দিলেন হাইকোর্ট।

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের