হোম > সারা দেশ > ঢাকা

সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় আটজন ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উত্তরার ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার আটজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক এই রিমান্ড মঞ্জুর করেন।

বিকেলে তাঁদের আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক সাজু মিয়া প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর করা ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার চন্দ্রপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ সানোয়ার হোসেন, ঝালকাঠি জেলার নলছিটি থানার কুশাংগাড়ল গ্রামের নূর মোহাম্মদের ছেলে ইমন ওরফে মিলন, শরীয়তপুর জেলার জাজিরা থানার জয়নগর গ্রামের আলী আকবরের ছেলে আকাশ মাতবর ও তাঁর ভাই সাগর মাতবর, সুনামগঞ্জের সদর থানার বড়পাড়া গ্রামের ছগির উদ্দিনের ছেলে বদরুল আলম, সুনামগঞ্জের ছাতক থানার জাউয়া বাজারের আব্দুল ওয়াদুদের ছেলে মিজানুর রহমান, সুনামগঞ্জ সদরের তেঘরিয়া গ্রামের কহিনুর মিয়ার ছেলে সনাই মিয়া এবং সুনামগঞ্জ সদরের আরপিননগরের মৃত মোসাব্বিরের ছেলে এনামুল হক বাদশা। 

৯ মার্চ সকালে রাজধানীর উত্তরার তুরাগ থানার দিয়াবাড়ি ১১ নম্বর সড়কে ডাচ্‌–বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে ৯ মার্চ দিবাগত রাতে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন।

ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই উত্তরা এলাকা থেকে ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে আনুমানিক ৯ কোটি টাকা উদ্ধারের কথা জানায় ডিবি। পরে উদ্ধার হওয়া টাকা গণনা করে ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা পাওয়া যায় বলে ডিবি জানায়। অথচ পুলিশ প্রতিবেদনে দেখানো হয় আসামিদের কাছ থেকে ২ কোটি ৫৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

শুনানির সময় আদালত তদন্ত কর্মকর্তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে আদালত তদন্ত কর্মকর্তাকে প্রশ্ন করেন, ‘বাকি টাকা কোথায় গেল?’ তদন্ত কর্মকর্তা এ সময় নীরব থাকেন। আদালত পরে উষ্মা প্রকাশ করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট