হোম > সারা দেশ > ঢাকা

লঞ্চে বিদ্যুতায়িত হয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় চলন্ত লঞ্চে বিদ্যুতায়িত হয়ে নিলয় নামে এক কিশোর নিখোঁজের প্রায় আট ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামসংলগ্ন পাঙ্গাসিয়া খালে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত নিলয় হোগলাকান্দি গ্রামের ডা. মোহাম্মদ আলীর ছেলে। সে গজারিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। 

জানা গেছে, গতকাল বিকেলে পিকনিকে যাওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে এমএল হাসিব নামে একটি লঞ্চ ভাড়া করে নিলয়সহ ছয়-সাতজন কিশোর। পথে হোগলাকান্দি গ্রামসংলগ্ন পাঙ্গাসিয়া খালে বিদ্যুতের ঝুলন্ত তারের নিচ দিয়ে লঞ্চটি অতিক্রম করার চেষ্টা করে। এ সময় লঞ্চের ছাদে থাকা নিলয় বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যায়। তার সঙ্গে থাকা বাকিরা আহত হয়। পরে আজ ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। প্রায় ৩০ মিনিট পর নিলয়ের মরদেহ উদ্ধার করা হয়। 

গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউনুস প্রধান বলেন, গজারিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্ররা পিকনিক করার জন্য একটি লঞ্চ ভাড়া করে। লঞ্চটি হোগলাকান্দি দিয়ে অতিক্রম করার সময় বিদ্যুতায়িত হয়ে নিলয় নিখোঁজ হয়। আজ তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার রঞ্জিত মল্লিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানানো হয়। তারা আজ ভোর ৫টার দিকে উদ্ধারকাজ শুরু করে। প্রায় ৩০ মিনিট পর নিলয়ের মরদেহ উদ্ধার করা হয়। 

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন বলেন, নিখোঁজ নিলয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব