হোম > সারা দেশ > ঢাকা

ডিউটি শেষে ফেরার পথে রাজধানীতে প্রাইভেট কারের চাপায় নার্স নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর গুলশানে ডিউটি শেষে বাসায় ফেরার পথে প্রাইভেট কারের চাপায় মমতা শিকদার নামে বেসরকারি হাসপাতালের এক নার্স নিহত হয়েছেন। তিনি একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন।  

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে গুলশান ৫৫ নম্বর সড়কের মুখে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় শেখ জাহিদ কামাল (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছে। তাঁরা দুজন ইউনাইটেড হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স। 

ঘটনার পর মুমূর্ষু অবস্থায় ওই নারীকে একজন সিএনজিচালিত অটোরিকশার চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন। 

ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশার চালক সবুজ মিয়া বলেন, ‘আমি আমার স্ত্রী ফারজানাকে নিয়ে সিএনজিযোগে বিমানবন্দর এলাকায় ঘুরতে যাচ্ছিলাম। গুলশান-২ নম্বর সড়কে আসলে দেখতে পাই মোটরসাইকেল ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেলচালক ও আরোহী ওই নারী রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হন। পরে পথচারীরা ওই নারীকে আহত অবস্থায় আমার সিএনজিতে উঠিয়ে দিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে ওই নারীকে স্থানীয় কয়েকটি হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যান।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (পরিদর্শক) মো. মাসুদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’ 

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বেলা সাড়ে ৩টার দিকে গুলশান ৫৫ নম্বর সড়কের মুখে মোটরসাইকেল ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী ওই নারী ঢাকা মেডিকেলে মারা গেছেন। মোটরসাইকেলচালক গুরুতর আহত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছে।’ 

রিপন কুমার আরও বলেন, ওই নারীর নাম মমতা সিকদার (২৭)। বাসা গুলশান কালাচাঁদপুর এলাকায়। আহত জাহিদ কামালের বাসা পশ্চিম আগারগাঁও এলাকায়। তাঁরা দুজনই ইউনাইটেড হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। ডিউটি শেষে মোটরসাইকেলে করে ওই নারীকে কালাচাঁদপুরের বাসায় নামিয়ে দিয়ে জাহিদ আগারগাঁওয়ের বাসায় ফিরছিলেন। ওই নারীর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি