হোম > সারা দেশ > ঢাকা

ডিউটি শেষে ফেরার পথে রাজধানীতে প্রাইভেট কারের চাপায় নার্স নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর গুলশানে ডিউটি শেষে বাসায় ফেরার পথে প্রাইভেট কারের চাপায় মমতা শিকদার নামে বেসরকারি হাসপাতালের এক নার্স নিহত হয়েছেন। তিনি একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন।  

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে গুলশান ৫৫ নম্বর সড়কের মুখে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় শেখ জাহিদ কামাল (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছে। তাঁরা দুজন ইউনাইটেড হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স। 

ঘটনার পর মুমূর্ষু অবস্থায় ওই নারীকে একজন সিএনজিচালিত অটোরিকশার চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন। 

ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশার চালক সবুজ মিয়া বলেন, ‘আমি আমার স্ত্রী ফারজানাকে নিয়ে সিএনজিযোগে বিমানবন্দর এলাকায় ঘুরতে যাচ্ছিলাম। গুলশান-২ নম্বর সড়কে আসলে দেখতে পাই মোটরসাইকেল ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেলচালক ও আরোহী ওই নারী রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হন। পরে পথচারীরা ওই নারীকে আহত অবস্থায় আমার সিএনজিতে উঠিয়ে দিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে ওই নারীকে স্থানীয় কয়েকটি হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যান।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (পরিদর্শক) মো. মাসুদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’ 

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বেলা সাড়ে ৩টার দিকে গুলশান ৫৫ নম্বর সড়কের মুখে মোটরসাইকেল ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী ওই নারী ঢাকা মেডিকেলে মারা গেছেন। মোটরসাইকেলচালক গুরুতর আহত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছে।’ 

রিপন কুমার আরও বলেন, ওই নারীর নাম মমতা সিকদার (২৭)। বাসা গুলশান কালাচাঁদপুর এলাকায়। আহত জাহিদ কামালের বাসা পশ্চিম আগারগাঁও এলাকায়। তাঁরা দুজনই ইউনাইটেড হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। ডিউটি শেষে মোটরসাইকেলে করে ওই নারীকে কালাচাঁদপুরের বাসায় নামিয়ে দিয়ে জাহিদ আগারগাঁওয়ের বাসায় ফিরছিলেন। ওই নারীর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির