কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চার মামলার পলাতক আসামি ছাত্রলীগের নেতা বিল্লাল হোসেন পাপ্পুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার শহরের বড়বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিল্লাল হোসেন পাপ্পু পাকুন্দিয়া পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও শহরের বড়বাড়ি এলাকার মধু মিয়ার ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাপ্পুকে গ্রেপ্তার করা হয়েছে। সে পাকুন্দিয়া থানার চার মামলার পরোয়ানাভুক্ত আসামি। দীর্ঘদিন যাবৎ সে পলাতক ছিল। তাকে আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’