রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার শিরিন ম্যানশনে বিস্ফোরণের ঘটনায় সেই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিকেলে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে ব্যানার সাঁটিয়ে দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা। এ সময় ভবনটিকে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন তাঁরা।
এর আগে পুরো ভবনে বিস্ফোরণ-সংক্রান্ত বিভিন্ন আলামত ক্রাইমসিনের ফিতা দিয়ে ঘিরে নেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যরা।। এরপর তাঁরা সেখানে বিস্ফোরণের পর থেকে বিকেল পর্যন্ত অবস্থান করেন। পরে নানান বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায় ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল টিম। পরে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, তাঁরা বিস্ফোরক-সংক্রান্ত কোনো আলামত পাননি। পরে সেখানে আসে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল এবং সিডিআরটি ইউনিটের সদস্যরা। তাঁরা অনুসন্ধান শেষে একই কথা জানান।
এ ঘটনায় ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এ ঘটনায় মারা গেছেন তিনজন, আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি।
আজ সকাল প্রায় সাড়ে ১০টার দিকে হঠাৎ বিস্ফোরণ ঘটে ভবনটির তৃতীয় তলায়। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আসে এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।