হোম > সারা দেশ > ঢাকা

‘শুধু চুনোপুঁটিই না, দুদক রাঘব বোয়ালও ধরে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতি দমন কমিশন (দুদক) কেবল চুনোপুঁটিই ধরে না, বিশ্ব রেকর্ড করার মতো রাঘব বোয়াল ধরেছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির কমিশনার জহুরুল হক। সংস্থাটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার বিকেলে দুদকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। 

বিভিন্ন দেশ থেকে দুর্নীতিবাজদের সম্পদ জব্দ করেছে উল্লেখ করে এই কমিশনার বলেন, ‘দুদক ২০২০ সালে ৮টি ও ২০২১ সালে ১৩টি মামলা দায়ের ও ২০২০ সালে ৪টা ও ২০২১ সালে একটা মামলার চার্জশিট দায়ের করেছে। যে সব মামলার চার্জশিট হয়েছে আমার বিশ্বাস সেগুলো মামলার ৮০ ভাগ রেজাল্ট আমাদের পক্ষে আসে।’ 

সাংবাদিকদের উদ্দেশ্যে কমিশনার জহুরুল বলেন, ‘আমরা করছি না তা না, আমরা এগোচ্ছি। সব খবর আপনাদের কাছে যায় না। অথবা সব খবর আপনারা প্রচার করেন না। আপনারা সব সময় বলেন, দুদক কেবল চুনোপুঁটি ধরে। কিন্তু কতগুলো রাঘব বোয়াল ধরেছে, আপনারা দেখছেন কখনো। যদি দেখেন, বিশ্ব রেকর্ড করার মত রাঘব বোয়াল ধরেছে।’ 

দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ‘আইনি প্রক্রিয়ায় কারণে অর্থপাচারের তথ্য পেতে দেরি হয়। যেসব উন্নত দেশ ট্রান্সপারেন্সির কথা বলে তারা আমাদের তথ্য দিয়ে সহায়তা করে না। অর্থপাচারের তথ্য জানতে অন্য দেশগুলো তথ্য দেয় না। তথ্য যাতে না দেওয়া লাগে, সে রকম কোয়ারি করে। এ জন্য বিলম্ব হয়, মনে হয় দুদক কিছু করছে না।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ