হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ছিনতাইকারীর রডের আঘাতে ফল ব্যবসায়ী নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ছিনতাইকারীর রডের আঘাতে মোমেন শেখ (৫০) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে মহানগরীর হানকাটা এলাকায় জয়দেবপুর-আজমতপুর-ইটাখোলা সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত মোমেন শেখ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ছাতিয়ানি গ্রামের ওসমান আলী শেখের ছেলে। তিনি কালীগঞ্জের জাঙ্গালিয়া বাজারে ফলের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্র, পুলিশ ও নিহতের স্বজনেরা বলেন, মোমেন শেখ গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে ফল কিনে জাঙ্গালিয়া বাজারে নিয়ে বিক্রি করতেন। আজ শুক্রবার ভোরে তিনি অটোতে করে ফল কিনতে চান্দনায় যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর হানকাটা ব্রিজের কাছে গেলে একটি পিকআপে চড়ে আসা চার-পাঁচ যুবক তাঁর পথ রোধ করেন। এ সময় তাঁরা মোমেনের কাছে টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকার করলে রড দিয়ে মোমেনের বুকে-পেটে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই সিরাজ মিয়া বলেন, ‘আমার ভাইয়ের কাছে টাকা ছিল, এটা হয়তো কোনোভাবে ছিনতাইকারীরা জানতে পেরেছিল। মারা যাওয়ার পর মোমেন শেখের লুঙ্গির কোচরে টাকা বাঁধা পাওয়া গেছে।’

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মহানগরীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুচালো কিছুর আঘাতে তাঁর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট