হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ছিনতাইকারীর রডের আঘাতে ফল ব্যবসায়ী নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ছিনতাইকারীর রডের আঘাতে মোমেন শেখ (৫০) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে মহানগরীর হানকাটা এলাকায় জয়দেবপুর-আজমতপুর-ইটাখোলা সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত মোমেন শেখ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ছাতিয়ানি গ্রামের ওসমান আলী শেখের ছেলে। তিনি কালীগঞ্জের জাঙ্গালিয়া বাজারে ফলের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্র, পুলিশ ও নিহতের স্বজনেরা বলেন, মোমেন শেখ গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে ফল কিনে জাঙ্গালিয়া বাজারে নিয়ে বিক্রি করতেন। আজ শুক্রবার ভোরে তিনি অটোতে করে ফল কিনতে চান্দনায় যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর হানকাটা ব্রিজের কাছে গেলে একটি পিকআপে চড়ে আসা চার-পাঁচ যুবক তাঁর পথ রোধ করেন। এ সময় তাঁরা মোমেনের কাছে টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকার করলে রড দিয়ে মোমেনের বুকে-পেটে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই সিরাজ মিয়া বলেন, ‘আমার ভাইয়ের কাছে টাকা ছিল, এটা হয়তো কোনোভাবে ছিনতাইকারীরা জানতে পেরেছিল। মারা যাওয়ার পর মোমেন শেখের লুঙ্গির কোচরে টাকা বাঁধা পাওয়া গেছে।’

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মহানগরীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুচালো কিছুর আঘাতে তাঁর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে