হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ছিনতাইকারীর রডের আঘাতে ফল ব্যবসায়ী নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ছিনতাইকারীর রডের আঘাতে মোমেন শেখ (৫০) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে মহানগরীর হানকাটা এলাকায় জয়দেবপুর-আজমতপুর-ইটাখোলা সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত মোমেন শেখ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ছাতিয়ানি গ্রামের ওসমান আলী শেখের ছেলে। তিনি কালীগঞ্জের জাঙ্গালিয়া বাজারে ফলের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্র, পুলিশ ও নিহতের স্বজনেরা বলেন, মোমেন শেখ গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে ফল কিনে জাঙ্গালিয়া বাজারে নিয়ে বিক্রি করতেন। আজ শুক্রবার ভোরে তিনি অটোতে করে ফল কিনতে চান্দনায় যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর হানকাটা ব্রিজের কাছে গেলে একটি পিকআপে চড়ে আসা চার-পাঁচ যুবক তাঁর পথ রোধ করেন। এ সময় তাঁরা মোমেনের কাছে টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকার করলে রড দিয়ে মোমেনের বুকে-পেটে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই সিরাজ মিয়া বলেন, ‘আমার ভাইয়ের কাছে টাকা ছিল, এটা হয়তো কোনোভাবে ছিনতাইকারীরা জানতে পেরেছিল। মারা যাওয়ার পর মোমেন শেখের লুঙ্গির কোচরে টাকা বাঁধা পাওয়া গেছে।’

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মহানগরীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুচালো কিছুর আঘাতে তাঁর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন