হোম > সারা দেশ > ঢাকা

জাবি শিক্ষার্থী রাচি নিহতের ঘটনায় অটোরিকশা চালক গ্রেপ্তার

জাবি প্রতিনিধি

গ্রেপ্তার রিকশাচালক আরজু মিয়া। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল রোববার বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকায় ওই রিকশাচালকের বাসা থেকে তাঁকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই দিন রাত ২টার দিকে আশুলিয়া থানা-পুলিশের কাছে তাঁকে সোপর্দ করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, আমরা রিকশাচালককে গ্রেপ্তার করেছি এবং তাঁকে আদালতে সোপর্দ করেছি। এ ঘটনায় আমরা তদন্ত প্রতিবেদন জমা দেব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আমরা পুলিশের সহায়তায়, গোয়েন্দা সংস্থার রিপোর্ট এবং আমাদের তদন্ত কমিটির তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে এই রিকশাচালককে চিহ্নিত করতে সক্ষম হয়েছি। তাকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দায়ের করা মামলায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী আফসানা কারিম রাচি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় আহত হন। তাঁকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাচি।

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

শরীয়তপুরে ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৩

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২

মোবাইল ব্যবসায়ীদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দিল পুলিশ