হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

গণধর্ষণ মামলার আসামিকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গত রোববার দিবাগত রাতে মুন্সিগঞ্জের লৌহজং থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার দুপুরে সংস্থাটি থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম মিনু রাসেল (৩৯। সে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার আশরাফ আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে সংস্থাটির উপপরিচালক একেএম মুনিরুল আলম জানান, গত ১৪ এপ্রিল ফতুল্লার দেওভোগ এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে চার দিন আটকে রেখে গণধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে ১৮ এপ্রিল ফতুল্লা থানায় মামলা করেন।

মামলার বরাত দিয়ে তিনি জানান, গত ১৪ এপ্রিল সেহেরির সময় নানির বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় মিনু রাসেলসহ আসামি রিফাত (২০) ও সিফাত (২২) কিশোরীকে অপহরণ করে। পরে চার দিন ব্যাপী কিশোরীকে পালাক্রমে গণধর্ষণ করে আসামিরা। গ্রেপ্তারকৃত রাসেলের বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। 

এদিকে এই মামলায় মিনু রাসেলসহ এখন পর্যন্ত দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে, এই মামলায় রিফাত (২০) কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট