হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

গণধর্ষণ মামলার আসামিকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গত রোববার দিবাগত রাতে মুন্সিগঞ্জের লৌহজং থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার দুপুরে সংস্থাটি থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম মিনু রাসেল (৩৯। সে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার আশরাফ আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে সংস্থাটির উপপরিচালক একেএম মুনিরুল আলম জানান, গত ১৪ এপ্রিল ফতুল্লার দেওভোগ এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে চার দিন আটকে রেখে গণধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে ১৮ এপ্রিল ফতুল্লা থানায় মামলা করেন।

মামলার বরাত দিয়ে তিনি জানান, গত ১৪ এপ্রিল সেহেরির সময় নানির বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় মিনু রাসেলসহ আসামি রিফাত (২০) ও সিফাত (২২) কিশোরীকে অপহরণ করে। পরে চার দিন ব্যাপী কিশোরীকে পালাক্রমে গণধর্ষণ করে আসামিরা। গ্রেপ্তারকৃত রাসেলের বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। 

এদিকে এই মামলায় মিনু রাসেলসহ এখন পর্যন্ত দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে, এই মামলায় রিফাত (২০) কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯