হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৪ সদস্য গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের দুই হোতাসহ ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় পাসপোর্ট তৈরির বিপুল পরিমাণ কাগজপত্র ও সিল জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গতকাল বুধবার বিকেলে পাসপোর্ট অফিসের সামনে থেকে আটক করা হয় তাদের।

গ্রেপ্তারকৃতরা হলেন মুকুল মোল্লা (৩০), সাইফুল ইসলাম (২৮), রাকিব (২৫), আলমগীর (৩২), নবীন (১৮), শফিকুল ইসলাম রানা (৩৫) সাখাওয়াত (৩০), শফিকুল ইসলাম (৪৫), ইমরান হোসেন সুজন (৩৪) সিরাজ উদ্দিন সাজু (৩৯), হাসান ইকবাল (৩৬), জাহিদ হোসেন (৪৫) মফিজুল (৩৫) ও সজিব (৩২)।

এ সময় তাঁদের কাছ থেকে ২২টি পাসপোর্ট, ৪৮৭ কপি পাসপোর্টের স্লিপ, ১৯ টি এনআইডি কার্ড,৮টি রাবার সিল, ২০টি মোবাইল সেট ও ৩২টি সিল জব্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সহকারী পরিচালক রিজওয়ান সাঈদ জিকু।

র‍্যাব জানায় পাসপোর্ট করে দেওয়ার কথা বলে অসহায় নিরীহ মানুষের কাছ থেকে রাজস্ব থেকেও কয়েকগুন বেশি টাকা হাতিয়ে নিত চক্রটি। পুলিশ, ব্যাংক ও বিভিন্ন দপ্তরের সিল ও স্বাক্ষর নকল করে পাসপোর্ট তৈরি করত। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ