হোম > সারা দেশ > ঢাকা

কোটি টাকার আইসসহ গ্রেপ্তার সংগীতশিল্পী রেবেল ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটি টাকার মাদক আইসসহ গ্রেপ্তার উচ্চারণ ব্যান্ডের সংগীতশিল্পী এনামুল কবির ওরফে রেবেলকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদ এই রিমান্ড মঞ্জুর করেন। 

বিকেলে রেবেলকে আদালতে হাজির করে পুলিশ। একই সঙ্গে তাঁকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই জহুরুল ইসলাম। শুনানি শেষে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের প্রসিকিউশন দপ্তরের রামপুরা থানা সাধারণ নিবন্ধন কার্যালয় থেকে বিষয়টি জানা গেছে। 

এর আগে আজ সকালে রামপুরা থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে এক কেজি আইস জব্দ করা হয়। যার বাজারমূল্য এক কোটি টাকা। 

মালিবাগ মাটির মসজিদ এলাকা থেকে রেবেলকে আটকের পর তাঁর কাছ থেকে এই মাদক জব্দ করা হয়। রেবেল জনপ্রিয় পপতারকা আজম খানের দলের সদস্য ছিলেন। 

এ ঘটনায় রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে পুলিশ। 

রিমান্ড আবেদনে বলা হয়েছে, সংগীতচর্চার আড়ালে এই আসামি মাদকের কারবার করেন। ভয়াবহ মাদক আইস বা ক্রিস্টাল ম্যাথ তিনি কোথা থেকে সংগ্রহ করেছেন এবং কোথায় কোথায় সরবরাহ করেন—তা জানার জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা