হোম > সারা দেশ > ঢাকা

কোটি টাকার আইসসহ গ্রেপ্তার সংগীতশিল্পী রেবেল ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটি টাকার মাদক আইসসহ গ্রেপ্তার উচ্চারণ ব্যান্ডের সংগীতশিল্পী এনামুল কবির ওরফে রেবেলকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদ এই রিমান্ড মঞ্জুর করেন। 

বিকেলে রেবেলকে আদালতে হাজির করে পুলিশ। একই সঙ্গে তাঁকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই জহুরুল ইসলাম। শুনানি শেষে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের প্রসিকিউশন দপ্তরের রামপুরা থানা সাধারণ নিবন্ধন কার্যালয় থেকে বিষয়টি জানা গেছে। 

এর আগে আজ সকালে রামপুরা থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে এক কেজি আইস জব্দ করা হয়। যার বাজারমূল্য এক কোটি টাকা। 

মালিবাগ মাটির মসজিদ এলাকা থেকে রেবেলকে আটকের পর তাঁর কাছ থেকে এই মাদক জব্দ করা হয়। রেবেল জনপ্রিয় পপতারকা আজম খানের দলের সদস্য ছিলেন। 

এ ঘটনায় রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে পুলিশ। 

রিমান্ড আবেদনে বলা হয়েছে, সংগীতচর্চার আড়ালে এই আসামি মাদকের কারবার করেন। ভয়াবহ মাদক আইস বা ক্রিস্টাল ম্যাথ তিনি কোথা থেকে সংগ্রহ করেছেন এবং কোথায় কোথায় সরবরাহ করেন—তা জানার জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান