হোম > সারা দেশ > ঢাকা

কোটি টাকার আইসসহ গ্রেপ্তার সংগীতশিল্পী রেবেল ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটি টাকার মাদক আইসসহ গ্রেপ্তার উচ্চারণ ব্যান্ডের সংগীতশিল্পী এনামুল কবির ওরফে রেবেলকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদ এই রিমান্ড মঞ্জুর করেন। 

বিকেলে রেবেলকে আদালতে হাজির করে পুলিশ। একই সঙ্গে তাঁকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই জহুরুল ইসলাম। শুনানি শেষে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের প্রসিকিউশন দপ্তরের রামপুরা থানা সাধারণ নিবন্ধন কার্যালয় থেকে বিষয়টি জানা গেছে। 

এর আগে আজ সকালে রামপুরা থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে এক কেজি আইস জব্দ করা হয়। যার বাজারমূল্য এক কোটি টাকা। 

মালিবাগ মাটির মসজিদ এলাকা থেকে রেবেলকে আটকের পর তাঁর কাছ থেকে এই মাদক জব্দ করা হয়। রেবেল জনপ্রিয় পপতারকা আজম খানের দলের সদস্য ছিলেন। 

এ ঘটনায় রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে পুলিশ। 

রিমান্ড আবেদনে বলা হয়েছে, সংগীতচর্চার আড়ালে এই আসামি মাদকের কারবার করেন। ভয়াবহ মাদক আইস বা ক্রিস্টাল ম্যাথ তিনি কোথা থেকে সংগ্রহ করেছেন এবং কোথায় কোথায় সরবরাহ করেন—তা জানার জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব, পাতানো নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ধানমন্ডি ৩২-এ ভাসানি, সিরাজ সিকদার, হাদির ছবি টানালেন জুলাই যোদ্ধারা

জবির মূল ফটকে পাকিস্তানের পতাকা আঁকতে বাধা, ভিসিকে অবরুদ্ধ করে ছাত্রদলের বিক্ষোভ

সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত স্মৃতিসৌধের ফটক, আশপাশের সড়কে যান চলাচল শুরু

১৬ ডিসেম্বরের প্রত্যয়েই দেশ পুনর্নির্মাণের সুযোগ করে নিতে পেরেছি: আসিফ নজরুল

প্রতিপক্ষ পেছন দিক থেকে আঘাত করার অপচেষ্টা করছে: রিজওয়ানা হাসান

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে কুমিল্লায় আটক

হাদিকে হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা