হোম > সারা দেশ > ঢাকা

নির্মাণাধীন ভবনে বোমা রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর পৌরসভার সামনে নির্মাণাধীন চারতলা ভবনের নিচতলার একটি কক্ষে বোমা রেখে বাড়ির মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় ওই বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। আতঙ্কে রয়েছে এলাকাবাসী। 

আজ রোববার বেলা ১১টার দিকে বাড়ির মালিক মস্তফা কামালের মোবাইলে ফোন করে টাকা চাওয়া হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের পৌরসভার সামনে অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মস্তফা কামাল চারতলা বাড়ি নির্মাণ করছেন। ভবনের নিচতলার একটি কক্ষে বোমা রেখে তাঁর মোবাইলে ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনা বাড়ির মালিক পুলিশকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এ ছাড়া মাদারীপুর র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মাদ সাদেকুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ ব্যাপারে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘নির্মাণাধীন ভবনের নিচতলার একটি কক্ষে কে বা কারা বোমাসদৃশ বস্তু রেখে বাড়ির মালিকের কাছে টাকা দাবি করে। বিষয়টি বাড়ির মালিক আমাদের জানালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঢাকায় বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ টিমকে বিষয়টি জানানো হয়েছে। তারা ঢাকা থেকে আসতেছে। বিশেষজ্ঞ টিম আসার পর জানা যাবে এটি বোমা না অন্য কোনো বস্তু। বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে।’ 

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা