মাদারীপুর পৌরসভার সামনে নির্মাণাধীন চারতলা ভবনের নিচতলার একটি কক্ষে বোমা রেখে বাড়ির মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় ওই বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। আতঙ্কে রয়েছে এলাকাবাসী।
আজ রোববার বেলা ১১টার দিকে বাড়ির মালিক মস্তফা কামালের মোবাইলে ফোন করে টাকা চাওয়া হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের পৌরসভার সামনে অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মস্তফা কামাল চারতলা বাড়ি নির্মাণ করছেন। ভবনের নিচতলার একটি কক্ষে বোমা রেখে তাঁর মোবাইলে ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনা বাড়ির মালিক পুলিশকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এ ছাড়া মাদারীপুর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মাদ সাদেকুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘নির্মাণাধীন ভবনের নিচতলার একটি কক্ষে কে বা কারা বোমাসদৃশ বস্তু রেখে বাড়ির মালিকের কাছে টাকা দাবি করে। বিষয়টি বাড়ির মালিক আমাদের জানালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঢাকায় বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ টিমকে বিষয়টি জানানো হয়েছে। তারা ঢাকা থেকে আসতেছে। বিশেষজ্ঞ টিম আসার পর জানা যাবে এটি বোমা না অন্য কোনো বস্তু। বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে।’