হোম > সারা দেশ > ঢাকা

আজকের পত্রিকার উত্তরা প্রতিনিধির ওপর হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর উত্তরার দৈনিক ‘আজকের পত্রিকার’ উত্তরা প্রতিনিধি নুরুল আমিন হাসানের ওপর ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আজ সোমবার (১৪ নভেম্বর) তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার মামলার বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে শুক্রবার (১১ নভেম্বর) তুরাগ থানার উত্তরার ১২ নম্বর সেক্টর সংলগ্ন খালপাড় এলাকার রূপায়ন সিটির বিপরীত পাশে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত দুই দফায় তাঁর ওপর হামলা চালানো হয়। হামলার পরপরই পুলিশের সহযোগিতায় উত্তরায় বসবাসরত সাংবাদিকেরা নুরুল আমিন হাসানকে সেখান থেকে উদ্ধার করে গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। 

এ ঘটনায় আসামিরা হলেন, তুরাগের ধলিপাড়া এলাকার মোনায়েম খানের ছেলে রাসেল খান (৩২), ঝালকাঠি সদরের উত্তর মানপাশা এলাকার আব্দুল রাজ্জাক সিকদারের ছেলে মিরাজ শিকদার (৪০), তাসলিমা তমা (৩২) ও গোপালগঞ্জ সদরের নিজড়া মধ্যপাড়া এলাকার শিহাব উদ্দিনের ছেলে রবিউল আলম রাজু ওরফে বিডিআর (৫২)। 

মামলা সূত্রে জানা যায়, সাংবাদিক হাসান পেশাগত কাজের জন্য ওই দিন খালপাড় যান। সেখানে পৌঁছানোর পররই পূর্ব শত্রুতার জের ধরে আগে থেকে ওৎ পেতে থাকা মিরাজ শিকদার, রাসেল খান, তাসলিমা তমা ও রবিউল ইসলাম রাজু ওরফে বিডিআরসহ অজ্ঞাতনামা ৩ / ৪ জন হাতে লাঠিসোঠা, রড, চাকু নিয়ে তাঁর গতিরোধ করেন। সেই সঙ্গে গালিগালাজ করেন। হাসান এর প্রতিবাদ করলে সকলে মিলে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে রাসেল খান তাঁকে হত্যার উদ্দেশে গলা টিপে ধরেন। তখন কোনো রকম হাসান নিজেকে ছাড়িয়ে নেন। 

পরে মিরাজ শিকদার লোহার রড দিয়ে হাসানের ডান হাতের কবজিতে আঘাত করেন। তাসলিমা তমা লাঠি দিয়ে পিঠে আঘাত করেন। মিরাজের গলায় থাকা সাত আনা ওজনের স্বর্ণের চেইন টান মেরে ছিনিয়ে নেন। তাসলিমা তমা প্যান্টের পকেট থেকে ৪২০০ টাকা কেড়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা। পরে খবর পেয়ে তুরাগ থানা-পুলিশ ও উত্তরায় বসবাসরত সাংবাদিকেরা হাসানকে উদ্ধার করে গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। 

ভুক্তভোগী নুরুল আমিন হাসান বলেন, ‘দুর্বৃত্তদের হামলায় আমি এখনো অসুস্থ রয়েছি। শরীরে প্রচণ্ড জ্বর ও সারা শরীরে ব্যথা রয়েছে। আমি চাই দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক।’ 

এ বিষয়ে তুরাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, ‘সাংবাদিক নুরুল আমিন হাসানের ওপর হামলার ঘটনায় গতকাল রোববার (১৩ নভেম্বর) রাতে আমরা মামলা নিয়েছি। এখন হামলাকারী সকল আসামিদের গ্রেপ্তার করব।’ 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি