হোম > সারা দেশ > ঢাকা

ওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দেওয়া আসাদুজ্জামান হিরু গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

গতকাল বুধবার গভীর রাতে গুলশান থেকে হিরুকে গ্রেপ্তার করা হয়। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ হিসেবে নিজেকে পরিচয় দেওয়া আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থায়ন এবং অর্থ লোপাটে জড়িত থাকার অভিযোগে হিরুকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানার পুলিশ জানায়, তাদের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত দেড়টার দিকে গুলশান ২-এর ৭৮ নম্বর রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে হিরুকে গ্রেপ্তার করে। তাঁর নামে বাড্ডা থানায় একটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে অর্থ লোপাট, অবৈধ অর্থায়ন এবং রাজনৈতিক আন্দোলনের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ছাত্র আন্দোলন দমনে প্রভাব খাটানোর উদ্দেশ্যে একাধিক আর্থিক লেনদেন করেছেন তিনি।

গুলশান থানার পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) আরাফাতুল খান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে তথ্য সংগ্রহ করেছি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে পুরো চিত্র স্পষ্ট হবে।’

তিনি আরও বলেন, আসামিকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে এবং রিমান্ডের আবেদন করা হবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু