হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে ২ নারীর হাতব্যাগে মিলল আড়াই কোটি টাকার স্বর্ণ

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ ছনিয়া আক্তার ও ছালমা বেগম নামের দুই নারী আটক হয়েছেন। স্বর্ণের বারগুলো তাঁদের হাতব্যাগে লুকানো ছিল।

বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টার থেকে আজ সোমবার সকালে তাঁদের আটক করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল।

সংস্থাটির উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে আগত দুই যাত্রীকে আটক করা হয়। পরে তাদের দুজনের দুটি হাতব্যাগ স্ক্যান করে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।’

তিনি বলেন, ‘হাতব্যাগের ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি বান্ডিল থেকে ১২টি করে ২৪টি স্বর্ণের বার জব্দ করা হয়।’

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল কর্মকর্তা মিজান বলেন, ‘জব্দকৃত এসব স্বর্ণের বারের ওজন ২ কেজি ৭৮৪ গ্রাম। যারা আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬৪ লাখ টাকা। স্বর্ণের চোরাচালানটি কাস্টমস গোয়েন্দাদের তৎপরতার কারণে আটকানো সম্ভব হয়েছে। এসব স্বর্ণ ঢাকার কাস্টমস হাউসের গুদামে জমা করা হয়েছে।’

আটক হওয়া ওই দুই নারীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মিজানুর রহমান।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু