নারায়ণগঞ্জে বাসচাপায় সাইদুর রহমান (৪৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
সাইদুর রহমান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকালে সাইদুর রহমান কর্মস্থলে যাওয়ার পথে পেছন থেকে হিমাচল পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম মিয়া বলেন, ‘সাইদুর রহমানকে চাপা দেওয়া বাস ও এর চালককে আটক করা হয়েছে। চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’