গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিএনপির কমিটিতে নাম আসায় থানায় অভিযোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. সামসুল হক। গত বৃহস্পতিবার কালিয়াকৈর থানায় তিনি এই অভিযোগ দায়ের করেন।
শামসুল হক কালিয়াকৈর উপজেলার বড়চালা এলাকার শের চলী মিয়ার ছেলে। মুক্তিযুদ্ধকালীন তিনি কালিয়াকৈর থানার সেকশন কমান্ডার ছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল বিএনপির মধ্যপাড়া ইউনিয়ন শাখার আহ্বায়ক কাজী মোশারফ হোসেন রবিন ও সদস্যসচিব দেওয়ান জাকির হোসেন অনুমতি না নিয়েই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নাম কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন।
শামসুল হক বলেন, ‘আমাকে হেয় প্রতিপন্ন করতে এই কাজটি করা হয়েছে। আমি এর বিচার চাই। থানায় অভিযোগ দিয়েছি।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’