হোম > সারা দেশ > ঢাকা

অবৈধ সম্পদ অর্জন: দুদকের মামলায় সাবেক বিমানবালার তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিমানবালা (অবসরপ্রাপ্ত) নাজমীন সিদ্দিক শোভাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ এস এম জিয়াউর রহমান এ রায় দেন।

রায়ে কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আরও তিন মাসের কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণা শেষে আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। দুদকের বিশেষ পিপি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

মামলার সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ ২০১৬ সালের ২২ নভেম্বর আসামি শোভার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় বাদী আসামির বিরুদ্ধে ৫৭ লাখ ৪৩ হাজার ৬৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনেন। এ সম্পদ অর্জনপূর্বক আসামি তা নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

২০১৯ সালের ২৫ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২০ সালের ১১ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত।

আসামি নাজমীন সিদ্দিক শোভা ১৯৮৮ সালে বাংলাদেশ বিমানে চাকরিতে যোগদান করেন এবং ২০০৭ সালে জুনিয়র পার্সার (বিমানবালা) হিসেবে অবসরে যান বলে জানা গেছে।

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা