হোম > সারা দেশ > ঢাকা

ঘন কুয়াশা: ঢাকায় নামতে পারেনি ৭ ফ্লাইট, ২০ ফ্লাইটের উড্ডয়নে বিলম্ব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘন কুয়াশার কারণে আজ রোববার ভোর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি ৭টি ফ্লাইট। দীর্ঘক্ষণ ঢাকার আকাশে চক্কর খেয়ে এই ফ্লাইটগুলোর মধ্যে একটি ফ্লাইট চট্টগ্রাম, একটি সিলেটে এবং পাঁচটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে গিয়ে অবতরণ করে। এ সময় কয়েক ঘণ্টা বিমানবন্দরের ফ্লাইট উড্ডয়নও বন্ধ ছিল। এতে ঢাকা থেকে ২০টির বেশি ফ্লাইট সঠিক সময়ে উড্ডয়ন করতে পারেনি। বিলম্বিত ফ্লাইটে অনেক যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন। 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল বেলা বেশ কয়েকটি ফ্লাইট কুয়াশার কারণে ঢাকায় নামতে পারেনি। এসব ফ্লাইট সিলেট ও কলকাতায় ডাইভার্ট করা হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে কুয়াশা কমে এলে বিমানবন্দরের ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক হয়ে আসে।’ 

সংশ্লিষ্টরা জানিয়েছে, ভোর ৪টার পর থেকে ঢাকা বিমানবন্দরের রানওয়ে দৃশ্যমান ছিল না। দীর্ঘ পাঁচ ঘণ্টা পর ফ্লাইট উড্ডয়ন শুরু হয়। 

বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে ফ্লাইটগুলোর পাইলট অবতরণের আগে স্বচক্ষে রানওয়ে দেখতে পাচ্ছিলেন না। ফলে দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনস, মাস্কাট থেকে আসা সালাম এয়ার, বাহরাইনের গালফ এয়ার, কুয়েতের জাজিরা এয়ারওয়েজ এবং দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের ফ্লাইটগুলোকে কলকাতায় পাঠানো হয়। একই কারণে ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ থেকে ঢাকাগামী ফ্লাইট চট্টগ্রামে ও বিমানের মদিনা থেকে ঢাকাগামী ফ্লাইটকে সিলেটে পাঠানো হয়। সেখানে নিরাপদে অবতরণ করেছে ফ্লাইটগুলো। 

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে আগুন, উদ্ধার ৪২